Ajker Patrika

কাজ শুরু করেছেন নিপুণ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪৬
কাজ শুরু করেছেন নিপুণ

দুই দিন ধরে সিনেমাপাড়ায় গুঞ্জন— জায়েদ খানকে এফডিসিতে বয়কট করা হচ্ছে। নির্বাচনে অনিয়ম ও অশিল্পীসুলভ নানা আচরণের অভিযোগে এমন সিদ্ধান্ত নিচ্ছে চলচ্চিত্রের ১৮টি সংগঠন। তবে এমন গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। তিনি বলেন, ‘গত মঙ্গলবার আমরা ১৮টি সংগঠনের নেতারা বসেছিলাম। আমাদের মধ্যে বয়কটসংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের ১৮ সংগঠনের মুখপাত্র আলমগীর ভাই (চিত্রনায়ক আলমগীর) এ বিষয়ে ১৪ ফেব্রুয়ারি ব্রিফ করবেন। আমরা বুঝেশুনেই সিদ্ধান্ত নেব। অন্যের কথায় কান দেবেন না।’

এদিকে ইতিমধ্যে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক কাজ শুরু করেছেন নিপুণ আক্তার। সমিতির টেবিলে নিপুণ তাঁর নেমপ্লেটও লাগিয়েছেন। বৃহস্পতিবার তাঁকে বরণ করে নিয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্ট বেশির ভাগ সংগঠন। গতকাল বিকেলে শিল্পী সমিতির অফিসে সংগঠনগুলোর প্রধানরা নিপুণকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সবাই তাঁকে মিষ্টিমুখ করান।

এ সময় নিপুণের সঙ্গে ছিলেন নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, কোষাধ্যক্ষ আজাদ খান প্রমুখ। এর আগে সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। ফুলেল শ্রদ্ধা শেষে ইলিয়াস কাঞ্চন সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর জন্য দোয়া করেন।

আজকের বিনোদন সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত