Ajker Patrika

টিভি পর্দায় বৈশাখের আয়োজন

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০৮: ৩৩
টিভি পর্দায় বৈশাখের আয়োজন

পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে টিভি চ্যানেলগুলো। এসব আয়োজনের মধ্যে রয়েছে নাটক, সিনেমা, গানসহ বৈশাখী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার।

এটিএন বাংলা
রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ষোল আনা বাঙালিয়ানা’। সাজু খাদেমের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ। অংশ নিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস, নিরব, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও উপস্থাপিকা শারমিন লাকি।

চ্যানেল আই
বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চ্যানেল আইয়ে থাকছে বাংলা একাডেমি থেকে বৈশাখের অনুষ্ঠানমালার সরাসরি সম্প্রচার। বিকেল ৩টা ৩০ মিনিটে প্রচার হবে রাজ্জাক, ববিতা, ফেরদৌস ও মৌসুমী অভিনীত সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। গল্প রাবেয়া খাতুন, চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মৌসুমী।

এনটিভি
সকাল ৬টা ১৫ মিনিটে সরাসরি দেখানো হবে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। ৬টা ৫৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘ঐতিহ্যের বাংলা, বাংলার ঐতিহ্য’। বেলা ২টা ৩০ মিনিটে নাটক ‘এক বৈশাখে’। সারওয়ার রেজা জিমির রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা, স্বর্ণলতা দাস আঁচল, সেতু প্রমুখ।

দুরন্ত টিভি
সকাল ৭টায় প্রচার হবে বৈশাখের বিশেষ নাচের অনুষ্ঠান ‘লাঠি নাচ’। নিয়মিত অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়’-এর বিশেষ পর্ব ‘বৈশাখী স্পেশাল’ রয়েছে সকাল ৮টায়। সকাল ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘বৈশাখী রং’।

মাছরাঙা
রাত ১০টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘প্রজাপতি রং ফাগুনে’। পরিচালনায় মাইদুল ইসলাম লিপু। অভিনয়ে জাকিয়া বারী মম ও নিলয় আলমগীর। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ তথ্যচিত্র ‘পয়লা বৈশাখ’। প্রযোজনায় জোবায়ের ইকবাল।

এসএ টিভি
রাত ১১টায় প্রচার হবে সরাসরি গানের অনুষ্ঠান ‘রঙ্গে ভরা বৈশাখ’। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী লায়লা ও খায়রুল ওয়াসী।

আরটিভি
রাত ৮টায় প্রচার হবে নাটক ‘গঠনমূলক প্রেমিক’। রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনা জাকিউল ইসলাম রিপন। অভিনয়ে আরশ খান, মাখনুন মাহিমা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত