Ajker Patrika

কালকিনিতে ৩৯ জনের নামে হত্যা মামলা

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫: ০১
Thumbnail image

নির্বাচনী সহিংসতায় কালকিনি উপজেলার চরদৌলত খান (সিডি খান) ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষে আহত আলমগীর হোসেন প্যাদার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে কালকিনি থানায় ৩৯ জনের নামে হত্যা মামলাটি করেন নিহতের স্ত্রী ফারহানা বেগম। এতে প্রধান আসামি করা হয়েছে নবনির্বাচিত ইউপি সদস্য মন্নান মোল্লাকে। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল।

জানা যায়, নির্বাচনী সহিংসতায় চিকিৎসাধীন আলমগীর হোসেন প্যাদা ১৫ নভেম্বর সকালে ঢাকার একটি হাসপাতালে মারা যান। এ ঘটনায় তার স্ত্রী ফারহানা বেগম বাদী হয়ে কালকিনি থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয় ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মন্নান মোল্লাকে। এ মামলায় আরও ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়। এর মধ্যে সংঘর্ষের দিন ১০ নভেম্বর ৮ জনকে আটক করে কালকিনি থানা-পুলিশ। সেখান থেকেও চারজনকে আসামি করা হয়। তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিহতের পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী জানান, গত ১০ নভেম্বর দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে সিডি খান ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী চান মিয়া শিকদার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষই বোমা বিস্ফোরণ ঘটায়। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে আলমগীর হোসেন প্যাদা (৫৬) ঢাকার একটি হাসপাতালে গত সোমবার ভোরে মারা যান। তিনি চরদৌলত খান গ্রামের বাসিন্দা।

কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, ‘মঙ্গলবার রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আসামিরা পলাতক রয়েছেন। তবে ১০ নভেম্বরের আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত