Ajker Patrika

বিজয়ের মাসে চিরকুটের ১০ কনসার্ট

বিজয়ের মাসে চিরকুটের ১০ কনসার্ট

উন্মুক্ত মঞ্চের কনসার্টের সবচেয়ে ব্যস্ততম মৌসুম শীতকাল। করোনার মন্দা সময় কাটিয়ে এ বছর আবারও ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। শ্রোতাপ্রিয় ব্যান্ড চিরকুট বিজয়ের মাসজুড়ে দেশের বিভিন্ন জায়গায় ১০টি কনসার্টে গান পরিবেশন করবে। ব্যান্ডের দলনেতা শারমিন সুলতানা সুমি এ তথ্য জানিয়েছেন। ইতিমধ্যে ৪টি কনসার্টে অংশ নিয়েছে তারা। গতকাল (১২ ডিসেম্বর) সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নদী রক্স কনসার্ট মুগ্ধ করেছে দর্শকদের।

জলবায়ুদূষণ রোধ এবং দেশের নদীগুলো রক্ষার মিউজিক্যাল আন্দোলন ‘নদী রক্স’। আয়োজনের মূল উদ্যোক্তা সুমি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নদীগুলো একে একে মরে যাচ্ছে। জলবায়ু বা নদী নিয়ে অনেকেই কাজ করছেন। কিন্তু আমরা সংগীতের মানুষ, তাই সংগীত নিয়েই কাজ করছি। আমরা চাচ্ছি, দেশের সব নদী নিয়ে আলাদা আলাদা গান করতে। যেন একটা আর্কাইভ হয়।

তরুণেরা কিংবা পরবর্তী প্রজন্ম যেন দেশের নদীগুলো সম্পর্কে জানতে পারে।’

১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঢাকার বিজিবি মাঠে গাইবে চিরকুট। ২২ ডিসেম্বর ঢাকার আরেকটি কনসার্টে অংশ নিয়ে ২৩ তারিখে খুলনার একটি কনসার্টে গান গাইবে ব্যান্ডটি। আর ২৫ ডিসেম্বর থাকবে নারায়ণগঞ্জের মঞ্চে। ৩০ ডিসেম্বর তাদের অংশ নেওয়ার কথা রাজশাহীর একটি কনসার্টে।

চিরকুটের জন্ম ২০০২ সালে। ব্যান্ডের অধিকাংশ গানের রচনা ও সুর করেছেন প্রধান ভোকাল সুমি।  ব্যান্ডের লাইনআপ: শারমিন সুলতানা সুমি (কণ্ঠ), পাভেল আরিন (ড্রামস), ইমন চৌধুরী (লিড গিটার), জাহিদ নিরব (কি-বোর্ড) ও নেওয়াজ (বেজ গিটার)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত