সম্পাদকীয়
এবার গায়েবি মামলা দিয়ে শুরু হয়েছে বাণিজ্য। বরিশাল থেকে সম্প্রতি পাওয়া একটি সংবাদ মামলা-হামলার সংবাদের মধ্যে নতুনত্ব নিয়ে এল। এই গায়েবি মামলা দিয়ে বাণিজ্যের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। যে ঘটনা ঘটেইনি, সে ঘটনাকে কেন্দ্র করে গায়েবি মামলা করেছেন এক ভ্যানচালক। তাতে আওয়ামী লীগের প্রায় ২০০ সমর্থককে অভিযুক্ত করা হয়েছে। নাটের গুরু হিসেবে দেখা যাচ্ছে স্থানীয় বিএনপির নেতা আমির হোসেন আকনকে। ঘটনাটি ভয়ংকর এবং কৌতূহলোদ্দীপক।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো নির্দিষ্ট ধারণা কারও নেই। তবে এ কথা সত্য, ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন দল উদ্গ্রীব হয়ে আছে। কেউ এই সরকারকে কিছুটা সময় দিতে চাইছে, কেউ দ্রুত কিছু সংস্কারের পরই নির্বাচন দেওয়ার তাগিদ দিচ্ছে। এই দৌড়ে এগিয়ে আছে বিএনপি এবং জামায়াতে ইসলামী। দৃশ্যপটে বামপন্থী দলগুলোর উপস্থিতি একেবারেই ম্রিয়মাণ। ঘোলা পানিতে মাছ শিকারের জন্য অনেকেই রাখছেন উসকানিমূলক বক্তব্য। ইন্টারনেটে নানা ধরনের তথ্যের মধ্যে সত্য ও গুজবের পার্থক্য করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এ রকম একটা অবস্থায় সেনাবাহিনীকে ৬০ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ। দেশের বিভিন্ন জায়গায় যে অরাজকতা ও মব জাস্টিসের ঘটনা ঘটছে, তা সামাল দিতে হলে শক্ত হাতে দমন করার বিকল্প নেই।
এই গোটা বিষয়টি মাথায় রেখে বরিশালের গায়েবি মামলার ঘটনাটি তলিয়ে দেখতে হবে। প্রথম কথা হলো, আওয়ামী লীগ সরকারের সময় যে ঘটনাগুলো নিয়ে সমালোচনা হয়েছে, সেগুলোই যদি অন্তর্বর্তী সরকারের সময় অন্য কোনো দল করতে থাকে, তাহলে পরিবর্তন তো কিছুই হলো না। দেখা গেছে, ক্ষমতা পরিবর্তনের পরপরই আওয়ামী লীগের জায়গায় বিএনপির চাঁদাবাজেরা এসে পরিবহন খাতসহ বিভিন্ন খাতে স্থায়ী আসন গেড়ে বসেছে। প্রশাসনেও একের জায়গায় অন্যের জায়গা হয়ে গেছে স্রেফ ‘পদোন্নতিবঞ্চিত’ ছিলেন বলে। দক্ষতাহীনতা বা মামলার কারণে যাঁদের পদোন্নতি আটকে ছিল, তাঁরাও সদর্পে পদোন্নতির তালিকায় জায়গা করে নিয়েছেন। এখন যদি স্থানীয়ভাবেও এই একই জুলুম চলতে থাকে, তাহলে সাধারণ মানুষকে রক্ষা করবে কে?
৭ সেপ্টেম্বর বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়ন পরিষদ চত্বরে নাকি এক অনুষ্ঠানের আয়োজন করেছিল বিএনপি। এ রকম কোনো ঘটনা সেদিন সেখানে ঘটেনি। কিন্তু এই আজগুবি অনুষ্ঠানের সূত্র ধরে কাজীরহাট থানায় এক ভ্যানচালককে দিয়ে মামলা করানো হয়েছে। সেই মামলায় বলা হয়েছে, আওয়ামী লীগের প্রায় ২০০ সশস্ত্র কর্মী নাকি সমাবেশস্থলে এসে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। সারা দেশে আওয়ামী লীগ রয়েছে দৌড়ের ওপরে। এ রকম অভিযোগের যে কোনো ভিত্তি থাকতে পারে না, সেটা মামলাকারীরাও জানেন। তাহলে মামলা করা হলো কেন? প্রশ্নটা সহজ ও উত্তরও সবার জানা। মামলার সূত্র ধরে এবার শুরু হয়েছে গ্রেপ্তার-বাণিজ্য। ফেলো কড়ি, মুক্ত হয়ে যাও!
সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়েছে। এই গায়েবি মামলাবাজদের ব্যাপারে তারা কী পদক্ষেপ নেয়, সেটা দেখার অপেক্ষায় আছি আমরা।
এবার গায়েবি মামলা দিয়ে শুরু হয়েছে বাণিজ্য। বরিশাল থেকে সম্প্রতি পাওয়া একটি সংবাদ মামলা-হামলার সংবাদের মধ্যে নতুনত্ব নিয়ে এল। এই গায়েবি মামলা দিয়ে বাণিজ্যের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। যে ঘটনা ঘটেইনি, সে ঘটনাকে কেন্দ্র করে গায়েবি মামলা করেছেন এক ভ্যানচালক। তাতে আওয়ামী লীগের প্রায় ২০০ সমর্থককে অভিযুক্ত করা হয়েছে। নাটের গুরু হিসেবে দেখা যাচ্ছে স্থানীয় বিএনপির নেতা আমির হোসেন আকনকে। ঘটনাটি ভয়ংকর এবং কৌতূহলোদ্দীপক।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো নির্দিষ্ট ধারণা কারও নেই। তবে এ কথা সত্য, ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন দল উদ্গ্রীব হয়ে আছে। কেউ এই সরকারকে কিছুটা সময় দিতে চাইছে, কেউ দ্রুত কিছু সংস্কারের পরই নির্বাচন দেওয়ার তাগিদ দিচ্ছে। এই দৌড়ে এগিয়ে আছে বিএনপি এবং জামায়াতে ইসলামী। দৃশ্যপটে বামপন্থী দলগুলোর উপস্থিতি একেবারেই ম্রিয়মাণ। ঘোলা পানিতে মাছ শিকারের জন্য অনেকেই রাখছেন উসকানিমূলক বক্তব্য। ইন্টারনেটে নানা ধরনের তথ্যের মধ্যে সত্য ও গুজবের পার্থক্য করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এ রকম একটা অবস্থায় সেনাবাহিনীকে ৬০ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ। দেশের বিভিন্ন জায়গায় যে অরাজকতা ও মব জাস্টিসের ঘটনা ঘটছে, তা সামাল দিতে হলে শক্ত হাতে দমন করার বিকল্প নেই।
এই গোটা বিষয়টি মাথায় রেখে বরিশালের গায়েবি মামলার ঘটনাটি তলিয়ে দেখতে হবে। প্রথম কথা হলো, আওয়ামী লীগ সরকারের সময় যে ঘটনাগুলো নিয়ে সমালোচনা হয়েছে, সেগুলোই যদি অন্তর্বর্তী সরকারের সময় অন্য কোনো দল করতে থাকে, তাহলে পরিবর্তন তো কিছুই হলো না। দেখা গেছে, ক্ষমতা পরিবর্তনের পরপরই আওয়ামী লীগের জায়গায় বিএনপির চাঁদাবাজেরা এসে পরিবহন খাতসহ বিভিন্ন খাতে স্থায়ী আসন গেড়ে বসেছে। প্রশাসনেও একের জায়গায় অন্যের জায়গা হয়ে গেছে স্রেফ ‘পদোন্নতিবঞ্চিত’ ছিলেন বলে। দক্ষতাহীনতা বা মামলার কারণে যাঁদের পদোন্নতি আটকে ছিল, তাঁরাও সদর্পে পদোন্নতির তালিকায় জায়গা করে নিয়েছেন। এখন যদি স্থানীয়ভাবেও এই একই জুলুম চলতে থাকে, তাহলে সাধারণ মানুষকে রক্ষা করবে কে?
৭ সেপ্টেম্বর বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়ন পরিষদ চত্বরে নাকি এক অনুষ্ঠানের আয়োজন করেছিল বিএনপি। এ রকম কোনো ঘটনা সেদিন সেখানে ঘটেনি। কিন্তু এই আজগুবি অনুষ্ঠানের সূত্র ধরে কাজীরহাট থানায় এক ভ্যানচালককে দিয়ে মামলা করানো হয়েছে। সেই মামলায় বলা হয়েছে, আওয়ামী লীগের প্রায় ২০০ সশস্ত্র কর্মী নাকি সমাবেশস্থলে এসে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। সারা দেশে আওয়ামী লীগ রয়েছে দৌড়ের ওপরে। এ রকম অভিযোগের যে কোনো ভিত্তি থাকতে পারে না, সেটা মামলাকারীরাও জানেন। তাহলে মামলা করা হলো কেন? প্রশ্নটা সহজ ও উত্তরও সবার জানা। মামলার সূত্র ধরে এবার শুরু হয়েছে গ্রেপ্তার-বাণিজ্য। ফেলো কড়ি, মুক্ত হয়ে যাও!
সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়েছে। এই গায়েবি মামলাবাজদের ব্যাপারে তারা কী পদক্ষেপ নেয়, সেটা দেখার অপেক্ষায় আছি আমরা।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪