Ajker Patrika

দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৭: ৩১
দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী মেম্বার ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার বেলা ৩টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাদে গোরেশপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের পর গোরেশপুর গ্রামের পশ্চিমপাড়া মসজিদে নবনির্বাচিত মেম্বার আলী হোসেন ও পরাজিত প্রার্থী আল-

আমিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর আলী হোসেন পক্ষের লোকজন নদীর পূর্বপাড়ে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের বাড়িতে হঠাৎ হামলা চালায়। এ সময় তাঁরা বাড়ির টিনের চাল ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। হামলাকারীরা আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকাসহ ঘরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এ সময় মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের ভাই নূর উদ্দিনের একটি মোটরসাইকেলও ভাঙচুর করে হামলাকারীরা।

বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার খবর পেয়ে দোয়ারাবাজার থানার দোহালিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক আসলাম হোসাইন ও নবনির্বাচিত চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত