Ajker Patrika

তিন আসামির আপিল নামঞ্জুর

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৩: ৪৯
তিন আসামির আপিল নামঞ্জুর

সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার ৩ আসামির আপিল নামঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালত। গত রোববার বিকেলে সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। এ ঘটনার মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রায় হয়।

রায়ে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়। এর মধ্যে সাজাপ্রাপ্ত আসামি কলারোয়া উপজেলার সনজু আহমেদ, মাহফুজুর রহমান ও কনক আহমেদ জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন।

তবে চূড়ান্ত শুনানি শেষে গত রোববার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আপিল মামলা দুটি নামঞ্জুর করে বিচারিক আদালতের দেওয়া সাজা বহাল রাখেন।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. আবদুল লতিফ ও আসামি পক্ষের মামলা পরিচালনা করেন অ্যাড. মিজানুর রহমান পিন্টু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত