Ajker Patrika

এবার বিতর্কে নিশো-নিরব

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

সিনেমায় অভিষেক হওয়ার পর থেকে বিতর্ককে যেন নিজের সঙ্গী বানিয়ে ফেলেছেন আফরান নিশো। শাকিব খানের পর এবার নিরব হোসেনের সঙ্গে বিতর্কে জড়ালেন তিনি। গত ঈদে নিজের প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তির পর নিশো বলেছিলেন, তিনি এমন হিরো হতে চান না যে বিয়ের কথা, সন্তানের কথা লুকিয়ে রাখবেন। কারও নাম উল্লেখ না করলেও শাকিব-ভক্তরা ধরেই নিয়েছিলেন নিশোর মন্তব্যটি ছিল শাকিব খানকে নিয়ে। এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়।

গতকাল কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুড়ঙ্গ। প্রচারণার জন্য এখন সেখানে আছেন নিশো। সেখানে একই বিষয়ে গণমাধ্যমকে নিশো বলেছেন, ‘ব্যক্তিজীবনকে লুকিয়ে রাখায় বিশ্বাসী নই আমি। আমার বন্ধু নিরব, ইমন ব্যক্তিজীবনকে অন্তরালে রেখেছেন। সেটা তাঁদের ক্যারিয়ারে যে খুব সাহায্য করেছে, এমনটা নয়।’

এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশোকে নিয়ে আবার শুরু হয় সমালোচনা। এ প্রসঙ্গে ইমন চুপ থাকলেও নিজেকে শান্ত রাখতে পারেননি নিরব। নিশোকে পাল্টা জবাব দিয়ে নিরব জানান, তিনি নন বরং নিশোই তাঁর ব্যক্তিজীবন আড়ালে রেখেছেন।

নিশোর মন্তব্যের কড়া জবাব দিয়ে ফেসবুকে নিরব লিখেছেন, ‘আমার ব্যক্তিজীবনের প্রায় প্রতিটি বিশেষ ঘটনা সংবাদকর্মীরা দেশের মানুষের কাছে তুলে ধরেছেন। আমার বিয়ে, স্ত্রী ও দুই কন্যাসন্তানের সব খবর সম্পর্কে সবাই অবগত। আপনারা কি জানেন নিশো কবে বিয়ে করেছেন বা তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে কবে প্রকাশ্যে এসেছেন? বন্ধু হয়ে আমি তো কখনো দেখিনি! তাহলে ব্যক্তিগত জীবন অন্তরালে কে রেখেছেন, আমি নাকি নিশো?’

নিশোর এমন মন্তব্য একদম পছন্দ হয়নি বলে জানান নিরব। কারও সম্পর্কে কিছু বলার আগে জেনে তারপর বলার পরামর্শ দিয়েছেন তিনি। নিরব লেখেন, ‘বন্ধু হিসেবে নিশোকে বলতে চাই, এই ধরনের খোঁচা মারা মন্তব্য একদমই পছন্দ হয়নি। তুই অন্যকে নিয়ে যেসব কথাবার্তা বলছিস, জেনে-বুঝে বল। তুই তোর ফিলোসফি নিয়ে থাক, সেখানে অন্যকে আঘাত করতে যাস কেন? আশা রাখছি, ভবিষ্যতে ভুল শুধরে নিবি।’

একই সাক্ষাৎকারে নিশোর আরেকটি মন্তব্য নিয়েও তোলপাড় সৃষ্টি হয়েছে। নিশোর মতে, দর্শক টাকা খরচ করে নাটকের অভিনেতাদের বড় পর্দায় দেখতে আসেন না। সেই মিথ তিনি ভেঙে দিয়েছেন। তবে তাঁর সঙ্গে একমত হতে পারেননি অনেকে। অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে ছোট পর্দা থেকে আসা হুমায়ুন ফরীদি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদের সব সিনেমাই কি ফ্লপ?  

বিয়ে-সন্তান নিয়ে প্রথমবার করা মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন নিশো। জানিয়েছিলেন কাউকে ইঙ্গিত করে নয়, নিজের দর্শনের কথা বলেছিলেন তিনি। এবার তাঁর জবাব কী হয়, সেটা জানার অপেক্ষায় আছেন সবাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত