Ajker Patrika

সভায় রফিউর রাব্বি

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩: ৫৮
সভায় রফিউর রাব্বি

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, ‘আমরা ইতিপূর্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিয়েছি। তাঁকে সমর্থন দেওয়ার অন্যতম কারণ হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে চিহ্নিত শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াই আমাদের শহরকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখার জন্য। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার জন্য। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিস্তারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছি। এই আন্দোলনে আইভী সব সময়ে সঙ্গে ছিলেন।’

গতকাল শনিবার নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। সিটি নির্বাচনে আইভীকে সমর্থনে এই সভার আয়োজন করে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, খেলাঘর জেলা সভাপতি রথীন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা ও মানবাধিকার সংগঠক ফরিদা আক্তার, কবি সাংবাদিক হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান, ন্যাপ জেলা সম্পাদক আওলাদ হোসেন, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত