Ajker Patrika

অর্থনীতিকে আরও গতিশীল করতে পারে যুব উদ্যোক্তারা

বাসস, ঢাকা
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৯: ১৩
অর্থনীতিকে আরও গতিশীল করতে পারে যুব উদ্যোক্তারা

দেশের জনসংখ্যার এক-তৃতীয়াংশ এখন তরুণ। বেকারত্ব দূর করতে চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হিসেবে তৈরি হতে হবে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। যুবারা যদি উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে, তাহলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও গতিশীল হবে। যুব উদ্যোক্তারা অর্থনীতিকে আরও গতিশীল করতে পারে।

গতকাল বুধবার সপ্তাহব্যাপী ‘বঙ্গবন্ধু যুবমেলা’য় আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এ সময় অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান উপস্থিত ছিলেন। রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গত মঙ্গলবার থেকে এই মেলার আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।

মেলা প্রাঙ্গণে উদ্যোক্তাদের জন্য কৃত্রিম ফুল তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া পাঁচজন উদ্যোক্তাকে ঋণ দেওয়া হয়। প্রতিযোগিতার পুরস্কার ও ঋণের চেক বিতরণ করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম।

পারভেজ তমাল বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে প্রস্তুত এনআরবিসি ব্যাংক। প্রত্যন্ত গ্রাম থেকে শহুরে বেকার যুবকদের কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে অর্থায়ন করা হচ্ছে। নতুন উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেওয়া হচ্ছে সহজ শর্তে ও স্বল্প সুদে। গ্রামের মানুষের কর্মসংস্থানের জন্য জামানতবিহীন ক্ষুদ্রঋণ কর্মসূচি চালু করা হয়েছে।

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগান নিয়ে শুরু হওয়া এ মেলায় ১০৮টি স্টল অংশগ্রহণ করেছে। যেখানে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সফল কর্মীদের বিভিন্ন উদ্ভাবন ও পণ্য প্রদর্শন করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত