কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামের সন্তান কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় ওই এলাকার ছাত্রদলের নেতা-কর্মীরা বৃহস্পতিবার যশোর শহরে আনন্দ মিছিলে যোগ দিতে যান। রাতে তাঁরা চিংড়া বাজারে ফিরে আসেন।
পরে হঠাৎ স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়, কর্মী-সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। এ সময় চারটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। হামলার সময় আওয়ামী লীগ কর্মী হামিদুলের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে নগদ টাকাসহ মালামাল লুট হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় আহত আওয়ামী লীগ সমর্থক চিংড়া গ্রামের জাহিদুল ইসলাম (৩৭), মফিদুল ইসলাম (৪৫), শহীদ মোড়ল (৩০), সাইফুল ইসলাম (৪২) ও আবু শাহীনকে (৩৬) পিটিয়ে আহত করা হয়। রাতেই তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় পরদিন গতকাল শুক্রবার কেশবপুর থানায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ / ৩০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।
তবে বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংঘর্ষে তাঁদের কোনো নেতা-কর্মী বা সমর্থক জড়িত নন।
এদিকে, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আওয়ামী লীগের সমর্থক মফিদুল ইসলাম বলেন, ‘আমাদের ওপর বিএনপি-জামাতের কর্মী-সমর্থকেরা একত্র হয়ে অতর্কিতভাবে হামলা চালান। তাঁরা যশোর থেকে ফিরে এসেই এ হামলা চালান। এ সময় বাজারের দোকান ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের ছেলেরা যশোর শহর থেকে ফিরে আসার পর অতর্কিতভাবে বিএনপি ও জামায়াতের কর্মীরা এক হয়ে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ওপর হামলা চালান। এ সময় বেছে বেছে আওয়ামী লীগের কর্মীদের মারধর করে ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট করা হয়েছে।’
চিংড়া বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রনি পোলট্রি ফিডের মালিক হামিদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার কেশবপুর থানায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ / ৩০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার ছাত্রদলের কয়েক নেতা-কর্মী চিংড়া বাজার থেকে যশোরে মিছিলে গিয়েছিলেন। তাঁরা রাতেই এলাকায় ফিরে গেছেন। সংঘর্ষের বিষয়ে ছাত্রদলের কেউ জড়িত নন। তা ছাড়া এ সম্পর্কে তাঁরা কেউ কিছুই জানেন না।’
সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আমানত আলী বলেন, ‘চিংড়া বাজারে সংঘর্ষে বিএনপির কোনো কর্মী-সমর্থক জড়িত নন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের দুই নেতার কর্মী-সমর্থকেরা এ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় বিএনপির নেতা–কর্মীদের হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা প্রচার চালানো হচ্ছে।’
যশোরের কেশবপুরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামের সন্তান কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়ায় ওই এলাকার ছাত্রদলের নেতা-কর্মীরা বৃহস্পতিবার যশোর শহরে আনন্দ মিছিলে যোগ দিতে যান। রাতে তাঁরা চিংড়া বাজারে ফিরে আসেন।
পরে হঠাৎ স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়, কর্মী-সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। এ সময় চারটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। হামলার সময় আওয়ামী লীগ কর্মী হামিদুলের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে নগদ টাকাসহ মালামাল লুট হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় আহত আওয়ামী লীগ সমর্থক চিংড়া গ্রামের জাহিদুল ইসলাম (৩৭), মফিদুল ইসলাম (৪৫), শহীদ মোড়ল (৩০), সাইফুল ইসলাম (৪২) ও আবু শাহীনকে (৩৬) পিটিয়ে আহত করা হয়। রাতেই তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় পরদিন গতকাল শুক্রবার কেশবপুর থানায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ / ৩০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।
তবে বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংঘর্ষে তাঁদের কোনো নেতা-কর্মী বা সমর্থক জড়িত নন।
এদিকে, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আওয়ামী লীগের সমর্থক মফিদুল ইসলাম বলেন, ‘আমাদের ওপর বিএনপি-জামাতের কর্মী-সমর্থকেরা একত্র হয়ে অতর্কিতভাবে হামলা চালান। তাঁরা যশোর থেকে ফিরে এসেই এ হামলা চালান। এ সময় বাজারের দোকান ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের ছেলেরা যশোর শহর থেকে ফিরে আসার পর অতর্কিতভাবে বিএনপি ও জামায়াতের কর্মীরা এক হয়ে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ওপর হামলা চালান। এ সময় বেছে বেছে আওয়ামী লীগের কর্মীদের মারধর করে ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট করা হয়েছে।’
চিংড়া বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রনি পোলট্রি ফিডের মালিক হামিদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার কেশবপুর থানায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ / ৩০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার ছাত্রদলের কয়েক নেতা-কর্মী চিংড়া বাজার থেকে যশোরে মিছিলে গিয়েছিলেন। তাঁরা রাতেই এলাকায় ফিরে গেছেন। সংঘর্ষের বিষয়ে ছাত্রদলের কেউ জড়িত নন। তা ছাড়া এ সম্পর্কে তাঁরা কেউ কিছুই জানেন না।’
সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আমানত আলী বলেন, ‘চিংড়া বাজারে সংঘর্ষে বিএনপির কোনো কর্মী-সমর্থক জড়িত নন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের দুই নেতার কর্মী-সমর্থকেরা এ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় বিএনপির নেতা–কর্মীদের হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা প্রচার চালানো হচ্ছে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪