Ajker Patrika

অ্যানিমেশন সিনেমা: ১৬ বছর পর শ্রেকের নতুন সিক্যুয়েল

অ্যানিমেশন সিনেমা: ১৬ বছর পর শ্রেকের নতুন সিক্যুয়েল

ফার ফার অ্যাওয়ে রাজ্যের রাজা লর্ড ফরকুয়াদের মেয়ে ফিওয়ানাকে বন্দী করে এক ড্রাগন। ক্ষিপ্ত হয়ে রাজ্যের সব রূপকথার প্রাণীদের বের করে দেয় রাজা। নির্বাসিত জীবন থেকে মুক্তি পেতে রাজকুমারী ফিওয়ানাকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে শ্রেক নামের এক রাক্ষস। তার সঙ্গী হয় ডানকি নামের এক গাধা। এমন গল্পে ২০০১ সালে মুক্তি পেয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘শ্রেক’। উইলিয়াম স্টেইগের লেখা কল্পকাহিনি ‘শ্রেক’ অবলম্বনে অ্যানিমেশন সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেন এন্ড্রু অ্যাডামসন ও ভিকি জেনসন। বক্স অফিসে দারুণ সাফল্য পায় সিনেমাটি। 

৬০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। এরপর নির্মিত হয়েছে আরও তিনটি পর্ব। সর্বশেষ ২০১০ সালে মুক্তি পেয়েছিল ‘শ্রেক ফরএভার আফটার’। প্রধান তিন চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন মাইক মায়ার্স (শ্রেক), ক্যামেরন ডিয়াজ (ফিওনা) ও এডি মারফি (ডানকি)। এখনো দর্শকের মনের পর্দায় রয়ে গেছে সিনেমার চরিত্রগুলো।

২০১৮ সালে শ্রেক সিনেমার ডানকি চরিত্রটি নিয়ে ‘দ্য ডানকি কিং’ নামে সিনেমা মুক্তি পেলেও দেখা মিলছিল না শ্রেকের। কবে আসছে শ্রেকের নতুন সিক্যুয়েল? প্রায়ই এমন প্রশ্নের মুখোমুখি হতেন কণ্ঠাভিনেতারা। অবশেষে ১৬ বছর পর আসছে শ্রেকের পঞ্চম কিস্তি। ২০২৬ সালের ১ জুলাই ‘শ্রেক: ৫’ মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সেল এবং ড্রিম ওয়ার্কস অ্যানিমেশন। 

নতুন সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন ওয়াল্ট ডোন। তিনি শ্রেকের দ্বিতীয় ও তৃতীয় পর্বের চিত্রনাট্যকার ছিলেন। চতুর্থ পর্বের গল্পটিও তাঁর। সহকারী পরিচালক হিসেবে থাকবেন ব্র্যাড অ্যাবেলসন। গত চার পর্বের মতো এবারও কণ্ঠাভিনয়ে থাকবেন মায়ার্স, ডিয়াজ ও মারফি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত