১৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী পরিচালক’ পদের লিখিত পরীক্ষা হতে যাচ্ছে। শেষ সময়ে মাথা ঠান্ডা রেখে রিভিশন নেওয়ার কোনো বিকল্প নেই। আজ থাকছে পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি ও পরীক্ষার হলের করণীয় নিয়ে আলোচনা। আশা করি, আপনারা উপকৃত হবেন।
বাংলা ও ইংরেজি অংশে বাংলাদেশ/আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়ের ওপর মোট দুটি প্রশ্নের উত্তর করতে হবে। এই অংশের জন্য সবচেয়ে আলোচিত ও প্রচলিত ১৫-২০টা অংশ সিলেক্ট করে রিভিশন দেওয়া যেতে পারে। যেমন সাম্প্রতিক ডলার-সংকট, বাংলাদেশের ওপর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব, আইএমএফের ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ, কপ-২৭ ইত্যাদি। পরীক্ষার খাতায় গতানুগতিক লেখার চেয়ে গোছানো ও তথ্যভিত্তিক লেখা অনেকটা এগিয়ে রাখবে।
সাধারণ জ্ঞান অংশে ভালো করতে হলে মৌলিক জ্ঞানের পাশাপাশি সাম্প্রতিক তথ্যকে প্রাধান্য দিতে হবে। তা ছাড়া ব্যাংক-সম্পর্কিত মৌলিক কিছু জ্ঞান, বিভিন্ন রেটসহ ব্যাংক-সম্পর্কিত খুঁটিনাটি জরুরি তথ্য জানা থাকলে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।
অনুচ্ছেদ থেকে হুবহু না লিখে নিজের ভাষায় গুছিয়ে লিখলে ভালো নম্বর পাওয়া যায়। অনুচ্ছেদ পড়ার আগে প্রশ্ন পড়ে নিলে এ ক্ষেত্রে উত্তর করতে সুবিধা হয়। তবে প্রশ্নে যা জানতে চাওয়া হয়, তার ওপর ভিত্তি করে উত্তর করতে হবে। অপ্রাসঙ্গিক উত্তর না করাই ভালো, এতে পরীক্ষক বিরক্ত হন। এ জন্য মনোযোগ দিয়ে অনুচ্ছেদের মূলভাব বুঝে উত্তর করাই বাঞ্ছনীয়।
গণিতে ছোট ছোট ৫-৬টি অঙ্ক আসতে পারে। তাই বিগত সালের লিখিত পরীক্ষার অঙ্কগুলোতে একটু চোখ বুলিয়ে নেওয়া যায়।
পরীক্ষার আগের দিন অনুবাদ নিয়ে অতিরিক্ত চাপ নেওয়া ঠিক নয়। পরীক্ষার খাতায় যত কম কাটাকাটি করা যায়, ততই ভালো। বানান ও গ্রামারের ভুল কম হলে ভালো নম্বর আসবে।
ইংরেজি আরগুমেন্ট অংশে ভালো করতে হলে যুক্তিনির্ভর এবং বিশ্লেষণধর্মী হওয়া জরুরি। এ ক্ষেত্রে লেখা শুরু করার আগে কেন লিখবেন, কতটুকু লিখবেন, কোন কোন যুক্তি তুলে ধরবেন, সেটা পাঁচ মিনিট ধরে খসড়া করে নিতে পারেন। এতে লেখা গোছানো হবে এবং ভালো নম্বর তুলতে পারবেন।
অনেকে ইংরেজিতে ভালো না হওয়ায় লিখিত পরীক্ষায় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। আত্মবিশ্বাস হারানো যাবে না। বানান ও গ্রামার যতটা সম্ভব কম ভুল করতে হবে।
সময় নির্ধারণের দিকে নজর দিতে হবে। কোন প্রশ্নের উত্তর করতে কত সময় বরাদ্দ রাখবেন, তা এখনই ঠিক করে রাখুন।
ফাইনাল রেজাল্টশিটে নিজের রোল দেখার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া পরিশ্রমী ও ধৈর্যশীলদের লিখিত পরীক্ষার জন্য শুভকামনা।
অনুলিখন: মোছা. জেলি খাতুন
১৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ‘সহকারী পরিচালক’ পদের লিখিত পরীক্ষা হতে যাচ্ছে। শেষ সময়ে মাথা ঠান্ডা রেখে রিভিশন নেওয়ার কোনো বিকল্প নেই। আজ থাকছে পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি ও পরীক্ষার হলের করণীয় নিয়ে আলোচনা। আশা করি, আপনারা উপকৃত হবেন।
বাংলা ও ইংরেজি অংশে বাংলাদেশ/আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়ের ওপর মোট দুটি প্রশ্নের উত্তর করতে হবে। এই অংশের জন্য সবচেয়ে আলোচিত ও প্রচলিত ১৫-২০টা অংশ সিলেক্ট করে রিভিশন দেওয়া যেতে পারে। যেমন সাম্প্রতিক ডলার-সংকট, বাংলাদেশের ওপর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাব, আইএমএফের ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ, কপ-২৭ ইত্যাদি। পরীক্ষার খাতায় গতানুগতিক লেখার চেয়ে গোছানো ও তথ্যভিত্তিক লেখা অনেকটা এগিয়ে রাখবে।
সাধারণ জ্ঞান অংশে ভালো করতে হলে মৌলিক জ্ঞানের পাশাপাশি সাম্প্রতিক তথ্যকে প্রাধান্য দিতে হবে। তা ছাড়া ব্যাংক-সম্পর্কিত মৌলিক কিছু জ্ঞান, বিভিন্ন রেটসহ ব্যাংক-সম্পর্কিত খুঁটিনাটি জরুরি তথ্য জানা থাকলে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।
অনুচ্ছেদ থেকে হুবহু না লিখে নিজের ভাষায় গুছিয়ে লিখলে ভালো নম্বর পাওয়া যায়। অনুচ্ছেদ পড়ার আগে প্রশ্ন পড়ে নিলে এ ক্ষেত্রে উত্তর করতে সুবিধা হয়। তবে প্রশ্নে যা জানতে চাওয়া হয়, তার ওপর ভিত্তি করে উত্তর করতে হবে। অপ্রাসঙ্গিক উত্তর না করাই ভালো, এতে পরীক্ষক বিরক্ত হন। এ জন্য মনোযোগ দিয়ে অনুচ্ছেদের মূলভাব বুঝে উত্তর করাই বাঞ্ছনীয়।
গণিতে ছোট ছোট ৫-৬টি অঙ্ক আসতে পারে। তাই বিগত সালের লিখিত পরীক্ষার অঙ্কগুলোতে একটু চোখ বুলিয়ে নেওয়া যায়।
পরীক্ষার আগের দিন অনুবাদ নিয়ে অতিরিক্ত চাপ নেওয়া ঠিক নয়। পরীক্ষার খাতায় যত কম কাটাকাটি করা যায়, ততই ভালো। বানান ও গ্রামারের ভুল কম হলে ভালো নম্বর আসবে।
ইংরেজি আরগুমেন্ট অংশে ভালো করতে হলে যুক্তিনির্ভর এবং বিশ্লেষণধর্মী হওয়া জরুরি। এ ক্ষেত্রে লেখা শুরু করার আগে কেন লিখবেন, কতটুকু লিখবেন, কোন কোন যুক্তি তুলে ধরবেন, সেটা পাঁচ মিনিট ধরে খসড়া করে নিতে পারেন। এতে লেখা গোছানো হবে এবং ভালো নম্বর তুলতে পারবেন।
অনেকে ইংরেজিতে ভালো না হওয়ায় লিখিত পরীক্ষায় আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। আত্মবিশ্বাস হারানো যাবে না। বানান ও গ্রামার যতটা সম্ভব কম ভুল করতে হবে।
সময় নির্ধারণের দিকে নজর দিতে হবে। কোন প্রশ্নের উত্তর করতে কত সময় বরাদ্দ রাখবেন, তা এখনই ঠিক করে রাখুন।
ফাইনাল রেজাল্টশিটে নিজের রোল দেখার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া পরিশ্রমী ও ধৈর্যশীলদের লিখিত পরীক্ষার জন্য শুভকামনা।
অনুলিখন: মোছা. জেলি খাতুন
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫