Ajker Patrika

তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের ২য় অর্থনৈতিক আলোচনা

রয়টার্স, ওয়াশিংটন
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৪: ১৩
তাইওয়ান ও  যুক্তরাষ্ট্রের ২য় অর্থনৈতিক আলোচনা

যুক্তরাষ্ট্র-তাইওয়ানের মধ্যে গত বছর বাণিজ্য আলোচনা শুরু হয়। এ আলোচনার দ্বিতীয় পর্ব আগামীকাল সোমবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ।

যুক্তরাষ্ট্রের পক্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি এবং পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ফার্নান্দেজ এবং তাইওয়ানের পক্ষে অর্থমন্ত্রী ওয়াং মেই-হুয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী উ সুং-টসং আলোচনার নেতৃত্ব দেবেন। এ আলোচনা উভয় পক্ষের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তির সম্ভাবনাকে বাড়াবে বলে আশা করা হচ্ছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের মধ্যে সাড়ে তিন ঘণ্টাব্যাপী বৈঠক হওয়ার পর যুক্তরাষ্ট্র-তাইওয়ানের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত