Ajker Patrika

আগুনে সাড়ে ৩ লাখ টাকা পুড়ে ছাই

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১২: ০৬
আগুনে সাড়ে ৩ লাখ টাকা পুড়ে ছাই

‘আগুন আমার সব শেষ করে দিয়েছে। চার শতক জমি কেনার জন্য ওমান থেকে ছোট ভাই রিকু কিছু টাকা পাঠিয়েছিল। আর নিজের কিছু স্বর্ণালংকার বিক্রি করে সাড়ে ৩ লাখ টাকা জোগাড় করেছিলাম। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে।’ গতকাল শুক্রবার অশ্রুসিক্ত কণ্ঠে কথাগুলো বলছিলেন আগুনে ক্ষতিগ্রস্ত জিকু শীল।

জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে মিলন শীল ও জিকু শীলের বসতঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মাদার্শা বহুমুখী উচ্চবিদ্যালয় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে হঠাৎ মিলন শীল ও জিকু শীলের বসতঘরে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা।

উত্তর মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী আবু তালেব বলেন, অগ্নিকাণ্ডের সময় বসতঘরের লোকজন ছিল না। তাঁরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। আগুনে তাঁদের ঘরে জমি কেনার জন্য জমা রাখা সাড়ে ৩ লাখ টাকা পুড়ে গেছে।

হাটহাজারী ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান বলেন, ‘আমাদের যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে স্থানীয় বাসিন্দারা।’ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত