Ajker Patrika

আসছেন দ্য রক

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১০: ৪৬
আসছেন দ্য রক

‘রেড নোটিশ’-এর পর আবারও সিনেমা হলে ফিরছেন ডোয়াইন জনসন। ২১ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’। এতে মূল চরিত্র ব্ল্যাক অ্যাডাম হয়েই হাজির হচ্ছেন দ্য রক। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি।

‘ব্ল্যাক অ্যাডাম’ হলো ওয়ার্নার ব্রাদার্স এবং নিউ লাইন সিনেমার ‘শাজাম’-এর স্পিন-অফ। চরিত্রটি প্রথম ১৯৪০-এর দশকে ডিসি কমিকসে একজন ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিল। কয়েক বছর পর এর দেখা পাওয়া যায় অ্যান্টি-হিরো হিসেবে। মিসরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ব্ল্যাক অ্যাডাম। প্রায় পাঁচ হাজার বছর পর পার্থিব সমাধি থেকে মুক্ত হয়ে আবারও কারাবন্দী হয় সে। শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার আর প্রতিশোধের এক রোমাঞ্চকর লড়াই। 

জাউমি কোলেট পরিচালিত ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন। প্রথমবারের মতো ডিসি কমিকসের কোনো সিনেমায় দেখা যাবে তাঁকে। এ ছাড়া সিনেমার আরও একটি বড় চমক সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনান। ব্ল্যাক অ্যাডামে আরেকজন সুপারহিরোকে দেখা যেতে পারে। সম্প্রতি নিউইয়র্কে সিনেমার প্রিমিয়ারের আগে এমনটাই আভাস দিয়েছেন দ্য রক।

ডোয়াইন জনসন বলেন, ‘বছরের পর বছর ধরে ব্ল্যাক অ্যাডামকে নিয়ে দর্শকদের এত উচ্ছ্বাসের কারণ, এ গ্রহের সবচেয়ে শক্তিশালী ও অপ্রতিরোধ্য শক্তি হিসেবে তাকে দেখানো হয়েছে। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষায় আছে, বিশ্বব্রহ্মাণ্ডে সেই অপ্রতিরোধ্য শক্তি কোথায়? আমরা সবাই কাঙ্ক্ষিত সেই মুহূর্তটি দেখার অপেক্ষায় আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত