মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে নাশকতা মামলায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আসামি করা হয়েছে। এ মামলায় তাঁকে গ্রেপ্তারও করে পুলিশ। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সুপারিশে তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আসামি কামরুল হাসান (৩২) সিঙ্গাইরের পশ্চিম বাস্তা গ্রামের বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
জানা গেছে, ১ ডিসেম্বর নাশকতার অভিযোগে সিঙ্গাইর থানায় একটি মামলা করেন উপজেলা শ্রমিক লীগ নেতা আকাশ আহমেদ। এতে বিএনপির নেতা-কর্মীসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসানসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে কামরুল হাসান জানান, মঙ্গলবার বেলা তিনটার দিকে বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমানের সুপারিশে সন্ধ্যা সাতটার দিকে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। তিনি দাবি করেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁকে আসামি করেছেন বাদী।
এজাহারের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গত ৩০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাইরের গাজিন্দা এলাকায় মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে বিএনপির নেতা-কর্মীরা টায়ার জ্বালানি বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এ সময় অটোরিকশায় সেখান দিয়ে আকাশ আহমেদকে যেতে দেখে সড়কের ওপর এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটান তাঁরা। পরে নিরাপদ স্থানে গিয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মিছিলকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন আকাশ আহমেদ বাদী হয়ে বিএনপির নেতা-কর্মীদের আসামি করে সিঙ্গাইর থানায় নাশকতার মামলা করেন। মামলার স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসানকে ৯ নম্বর আসামি করা হয়।
এ ব্যাপারে বেশ কয়েকবার চেষ্টা করেও মামলার বাদী আকাশ আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। গতকাল সন্ধ্যার পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, ‘আমি থানায় গিয়ে দেখি, কামরুল হাসানকে বসিয়ে রাখা হয়েছে। এলাকায় খবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে, সে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত। পরে বাদী আকাশের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। ব্যক্তিগত বিরোধের জেরে নাশকতার মামলায় তাঁকে আসামি করা হতে পারে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, ‘বাদী ভুল করে এজাহারে কামরুল ইসলামের নাম দিতে পারেন। বিষয়টি তদন্তাধীন আছে।’ তবে মামলায় গ্রেপ্তারের পর আসামি ছেড়ে দেওয়ার প্রশ্নে তিনি বলেন, ‘কামরুল হাসানকে ধরা হয়নি।’
মানিকগঞ্জের সিঙ্গাইরে নাশকতা মামলায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আসামি করা হয়েছে। এ মামলায় তাঁকে গ্রেপ্তারও করে পুলিশ। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সুপারিশে তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আসামি কামরুল হাসান (৩২) সিঙ্গাইরের পশ্চিম বাস্তা গ্রামের বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
জানা গেছে, ১ ডিসেম্বর নাশকতার অভিযোগে সিঙ্গাইর থানায় একটি মামলা করেন উপজেলা শ্রমিক লীগ নেতা আকাশ আহমেদ। এতে বিএনপির নেতা-কর্মীসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসানসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে কামরুল হাসান জানান, মঙ্গলবার বেলা তিনটার দিকে বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমানের সুপারিশে সন্ধ্যা সাতটার দিকে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। তিনি দাবি করেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁকে আসামি করেছেন বাদী।
এজাহারের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গত ৩০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাইরের গাজিন্দা এলাকায় মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে বিএনপির নেতা-কর্মীরা টায়ার জ্বালানি বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এ সময় অটোরিকশায় সেখান দিয়ে আকাশ আহমেদকে যেতে দেখে সড়কের ওপর এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটান তাঁরা। পরে নিরাপদ স্থানে গিয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মিছিলকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন আকাশ আহমেদ বাদী হয়ে বিএনপির নেতা-কর্মীদের আসামি করে সিঙ্গাইর থানায় নাশকতার মামলা করেন। মামলার স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসানকে ৯ নম্বর আসামি করা হয়।
এ ব্যাপারে বেশ কয়েকবার চেষ্টা করেও মামলার বাদী আকাশ আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। গতকাল সন্ধ্যার পর তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, ‘আমি থানায় গিয়ে দেখি, কামরুল হাসানকে বসিয়ে রাখা হয়েছে। এলাকায় খবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে, সে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত। পরে বাদী আকাশের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। ব্যক্তিগত বিরোধের জেরে নাশকতার মামলায় তাঁকে আসামি করা হতে পারে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, ‘বাদী ভুল করে এজাহারে কামরুল ইসলামের নাম দিতে পারেন। বিষয়টি তদন্তাধীন আছে।’ তবে মামলায় গ্রেপ্তারের পর আসামি ছেড়ে দেওয়ার প্রশ্নে তিনি বলেন, ‘কামরুল হাসানকে ধরা হয়নি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪