Ajker Patrika

ভারতের শিল্পীদের সঙ্গে গাইবেন অর্ণব

ভারতের শিল্পীদের সঙ্গে গাইবেন অর্ণব

পৃথিবীতে শান্তি ও ইতিবাচক চিন্তাকে ছড়িয়ে দিতে প্রতিবছর ২১ জুন পালিত হয় বিশ্ব সংগীত দিবস। অন্যান্য বছরের মতো এ বছরও বিশেষ দিনটিতে কলকাতায় একটি কনসার্টের আয়োজন করেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুটি সৌরেন্দ্র-সৌম্যজিৎ। কনসার্টে সংগীত পরিবেশন করবেন ওস্তাদ আমজাদ আলী খান, শংকর মহাদেবন, শুভা মুদগল, বিশাল ভরদ্বাজ, পাপন, রেখা ভরদ্বাজ, উষা উত্থুপ, লোপামুদ্রা মিত্র, লিসলি লুইস, মামে খান, অরুনা সাইরাম, মির, অনিন্দ, শ্বেতা মোহন প্রমুখ। তাঁদের সঙ্গে একমাত্র বাংলাদেশি হিসেবে গাইবেন বাংলাদেশের শায়ান চৌধুরী অর্ণব।

কনসার্টে অংশ নিতে গতকাল ভারতের উদ্দেশে উড়াল দিয়েছেন অর্ণব। কিন্তু আয়োজকের অনুমতি না থাকায় অনুষ্ঠানটি নিয়ে বিস্তারিত কথা বলতে চাননি তিনি। তবে জানালেন, এমন একটি অনুষ্ঠানে বাংলাদেশি হিসেবে অংশগ্রহণ করা তাঁর জন্য গর্বের।

বিশেষ এই কনসার্ট নিয়ে আয়োজক সৌরেন্দ্র-সৌম্যজিৎ জানান, এবারের আয়োজনের থিম ‘কোলাব’। বিভিন্ন জনরার শিল্পীরা একসঙ্গে মিলে সৃষ্টি করবেন নতুন এক সংগীতধারা। পুলিশ ব্যান্ডের সঙ্গে শংকর মহাদেবন গাইবেন নজরুলগীতি। বিশাল ভরদ্বাজ ও শুভা মুদগল তাঁদের পরিবেশনায় তুলে ধরবেন লালনের দর্শন। লিসি লুইস ও চন্দ্রবিন্দু কোলাবরেশন করবে নব্বইয়ের দশকের নস্টালজিয়া। এভাবেই নিজেদের মধ্যে কোলাবরেশন করে শ্রোতাদের নতুন এক অভিজ্ঞতা দেবেন শিল্পীরা।

আজ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে কনসার্ট। ইতিমধ্যে বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

২০১০ সাল থেকে ‘ওয়ার্ল্ড মিউজিক ডে কনসার্ট’ করেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ। এই উৎসবের মূল উদ্দেশ্যই হলো সব ধরনের শিল্পের মেলবন্ধন ঘটানো। এই অনুষ্ঠানের মূল ভাবনা ছিল শিল্পী, চিত্রশিল্পী, বুদ্ধিজীবী, কবি ও সাহিত্যিকদের সংগীতের স্বার্থে একত্র করা।

গত বছর এই কনসার্টের উপজীব্য ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। গানে গানে স্মরণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। সেবার প্রথম এই কনসার্টে অংশ নিয়েছিলেন অর্ণব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত