Ajker Patrika

স্কুলছাত্রীকে ছয় দিন আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৫: ৩৯
স্কুলছাত্রীকে ছয় দিন আটকে রেখে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় কোচিং সেন্টারের শিক্ষক মো. খলিলুর রহমান বিপ্লবকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী ওই ছাত্রীকে অপহরণ করে ছয় দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার রাতে পৌরসভার আইঙ্গন এলাকা থেকে খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার খলিলুর রহমান বিপ্লব ময়মনসিংহ জেলার ভালুকা থানার মামারিশপুর গ্রামের বাসিন্দা। তিনি ধামরাই পৌরসভার কান্দিকুল এলাকায় জমি কিনে বাড়ি করেছেন। সেখানে একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।

ভুক্তভোগী ও পুলিশ জানায়, ২ জুলাই সকাল ১০টার দিকে ভুক্তভোগী ছাত্রী স্কুলে যাওয়ার পথে বিপ্লব ও তাঁর সহযোগীরা একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যান। পরে সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজখবর নেন ছাত্রীর স্বজনেরা।

কোথাও না পেয়ে গত বৃহস্পতিবার ধামরাই থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা। পরে রাতেই অভিযোগের ভিত্তিতে আসামি বিপ্লবকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কথা হলে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়েকে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে গেছিল বিপ্লব। পুলিশ আমার মেয়েকে উদ্ধার করেছে। বিপ্লবের কঠোর শাস্তি দাবি করছি।’

জানতে চাইলে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. শিমুল মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। পরে গত বৃহস্পতিবার রাতে পৌরসভার আইঙ্গন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত খলিলুর রহমান বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সকালে গ্রেপ্তার খলিলুর রহমান বিপ্লবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত