হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বর্ষার পানি নামার সঙ্গে সঙ্গে শুরু হয় লাউ, মিষ্টি কুমড়া, শিমসহ বিভিন্ন শীতকালীন সবজি চাষ। এ কারণে মাঠে হাঁটু পানি থাকা অবস্থায় কচুরি পানাসহ আবর্জনার স্তূপ করে সবজির চারা রোপণ করেন তাঁরা।
ইতিমধ্যে কৃষকেরা এসব সবজি নির্ধারিত সময়ে বাজারে বিক্রির লক্ষ্যে পুরোদমে কাজ করছেন। তবে উপজেলা কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে কোনো সুযোগ-সুবিধা পাননি বলে বেশ কয়েকজন কৃষক অভিযোগ করেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর, প্রত্যাপপুর, রামচন্দ্রপুর, সাদ্রা, সমেশপুর, সদর ইউনিয়নের অলিপুর, কৈয়ারপুল ও সুবিদপুর, কালচোঁ ইউনিয়নের নওহাটা, ভাজনাখালসহ বিভিন্ন এলাকায় প্রায় ১৫-২০টি কৃষি মাঠে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এর মধ্যে উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর প্রায় ১৫ একর জমিতে কয়েকজন কৃষককে সবজি চাষের কাজ করতে দেখা যায়। তাঁরা সবাই অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করেন। এ কারণে বর্ষার শেষ সময় থেকে তিন মাসের সবজি চাষের লক্ষ্যে লাউ, মিষ্টি কুমড়া, শিম গাছসহ বিভিন্ন শীতকালীন সবজি লাগানো শুরু করেন।
আগামী এক থেকে দেড় মাস পর সবজি বাজারে বিক্রির জন্য নেওয়ার লক্ষ্যে রয়েছে তাঁদের। এসব সবজির পর আরও ৯০ দিনের জন্য আলু, টমেটো ও কাঁচা মরিচসহ নানা সবজির চাষ শুরু হবে। এরপরই আবার ইরি-বোরো ধান চাষাবাদ হবে বলে এখানকার কৃষকেরা জানান।
অলিপুর গ্রামের কৃষক চান মিয়া বলেন, চলতি বছর ২ একর জমিতে এবারই প্রথম মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হবে বলে আশা করেন তিনি। শীতের পর গ্রীষ্মের শাকসবজি চাষ করবেন বলে তিনি জানান।
একই গ্রামের রহিম মিয়া, মনু মিয়া, ইয়াছিন প্রতিবছর শাকসবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন বলে জানা যায়। তাঁরা শীতকালীন সবজির পর ঝিঙে, করলা, চিচিঙ্গা, পুঁইশাক, ডাঁটাশাক, কচু শাক, কচু মুখীসহ সব ধরনের শাকসবজি জমিতে চাষ করে আসছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম আজকের পত্রিকাকে বলেন, যখন বরাদ্দ ছিল তখন তালিকাভুক্ত কৃষকেরা সার ও বীজ পেয়েছেন। এখন বরাদ্দ বন্ধ হওয়ায় এসব অভিযোগ করছেন তাঁরা। তবে ইউনিয়ন ভিত্তিক কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনার কাজ চলছে।
চাঁদপুরের হাজীগঞ্জে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বর্ষার পানি নামার সঙ্গে সঙ্গে শুরু হয় লাউ, মিষ্টি কুমড়া, শিমসহ বিভিন্ন শীতকালীন সবজি চাষ। এ কারণে মাঠে হাঁটু পানি থাকা অবস্থায় কচুরি পানাসহ আবর্জনার স্তূপ করে সবজির চারা রোপণ করেন তাঁরা।
ইতিমধ্যে কৃষকেরা এসব সবজি নির্ধারিত সময়ে বাজারে বিক্রির লক্ষ্যে পুরোদমে কাজ করছেন। তবে উপজেলা কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে কোনো সুযোগ-সুবিধা পাননি বলে বেশ কয়েকজন কৃষক অভিযোগ করেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর, প্রত্যাপপুর, রামচন্দ্রপুর, সাদ্রা, সমেশপুর, সদর ইউনিয়নের অলিপুর, কৈয়ারপুল ও সুবিদপুর, কালচোঁ ইউনিয়নের নওহাটা, ভাজনাখালসহ বিভিন্ন এলাকায় প্রায় ১৫-২০টি কৃষি মাঠে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এর মধ্যে উপজেলার বড়কূল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর প্রায় ১৫ একর জমিতে কয়েকজন কৃষককে সবজি চাষের কাজ করতে দেখা যায়। তাঁরা সবাই অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করেন। এ কারণে বর্ষার শেষ সময় থেকে তিন মাসের সবজি চাষের লক্ষ্যে লাউ, মিষ্টি কুমড়া, শিম গাছসহ বিভিন্ন শীতকালীন সবজি লাগানো শুরু করেন।
আগামী এক থেকে দেড় মাস পর সবজি বাজারে বিক্রির জন্য নেওয়ার লক্ষ্যে রয়েছে তাঁদের। এসব সবজির পর আরও ৯০ দিনের জন্য আলু, টমেটো ও কাঁচা মরিচসহ নানা সবজির চাষ শুরু হবে। এরপরই আবার ইরি-বোরো ধান চাষাবাদ হবে বলে এখানকার কৃষকেরা জানান।
অলিপুর গ্রামের কৃষক চান মিয়া বলেন, চলতি বছর ২ একর জমিতে এবারই প্রথম মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হবে বলে আশা করেন তিনি। শীতের পর গ্রীষ্মের শাকসবজি চাষ করবেন বলে তিনি জানান।
একই গ্রামের রহিম মিয়া, মনু মিয়া, ইয়াছিন প্রতিবছর শাকসবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন বলে জানা যায়। তাঁরা শীতকালীন সবজির পর ঝিঙে, করলা, চিচিঙ্গা, পুঁইশাক, ডাঁটাশাক, কচু শাক, কচু মুখীসহ সব ধরনের শাকসবজি জমিতে চাষ করে আসছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম আজকের পত্রিকাকে বলেন, যখন বরাদ্দ ছিল তখন তালিকাভুক্ত কৃষকেরা সার ও বীজ পেয়েছেন। এখন বরাদ্দ বন্ধ হওয়ায় এসব অভিযোগ করছেন তাঁরা। তবে ইউনিয়ন ভিত্তিক কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনার কাজ চলছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪