ত্রিশাল প্রতিনিধি
ত্রিশালের দড়িকাঁঠাল উচ্চবিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। গতকাল বিদ্যালয়ে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল স্কুল ধ্বংসের জন্য অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তদন্তের মাধ্যমে এ ঘটনার সঠিক বিচার দাবি করেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার মধ্য রাতে স্কুলের মেয়েদের জন্য নির্ধারিত নামাজের ঘরে কে বা কারা অগ্নিসংযোগ করে। পরে এলাকাবাসী টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দড়িকাঁঠাল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘একটি কুচক্রী মহল বিদ্যালয়ের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে। আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছি। এ ঘটনা যারা ঘটিয়েছে আমি তাদের বিচার দাবি করছি।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল করিম বলেন, বিদ্যালয়ের উন্নতি দেখে অনেকেই খারাপ পাঁয়তারা করছে। একটি মহল এ উন্নতিকে বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে। এ ঘটনায় প্রায় ১ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
জাহিদ হাসান রুমান নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘এই প্রথম দেখলাম মানুষ বিদ্যাপীঠে আগুন লাগিয়ে দেয়। দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।’
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান আনম বলেন, ‘ক্ষতিগ্রস্ত বিদ্যালয় পরিদর্শন করেছি। একটা শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া অত্যন্ত গর্হিত কাজ। এমন হীন অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’
ত্রিশালের দড়িকাঁঠাল উচ্চবিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। গতকাল বিদ্যালয়ে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল স্কুল ধ্বংসের জন্য অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তদন্তের মাধ্যমে এ ঘটনার সঠিক বিচার দাবি করেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার মধ্য রাতে স্কুলের মেয়েদের জন্য নির্ধারিত নামাজের ঘরে কে বা কারা অগ্নিসংযোগ করে। পরে এলাকাবাসী টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দড়িকাঁঠাল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘একটি কুচক্রী মহল বিদ্যালয়ের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে। আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছি। এ ঘটনা যারা ঘটিয়েছে আমি তাদের বিচার দাবি করছি।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল করিম বলেন, বিদ্যালয়ের উন্নতি দেখে অনেকেই খারাপ পাঁয়তারা করছে। একটি মহল এ উন্নতিকে বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে। এ ঘটনায় প্রায় ১ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
জাহিদ হাসান রুমান নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘এই প্রথম দেখলাম মানুষ বিদ্যাপীঠে আগুন লাগিয়ে দেয়। দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।’
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান আনম বলেন, ‘ক্ষতিগ্রস্ত বিদ্যালয় পরিদর্শন করেছি। একটা শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া অত্যন্ত গর্হিত কাজ। এমন হীন অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫