Ajker Patrika

ত্রিশালে বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন দেওয়ার বিচার দাবি

ত্রিশাল প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ১০: ০৩
ত্রিশালে বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন দেওয়ার বিচার দাবি

ত্রিশালের দড়িকাঁঠাল উচ্চবিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। গতকাল বিদ্যালয়ে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল স্কুল ধ্বংসের জন্য অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তদন্তের মাধ্যমে এ ঘটনার সঠিক বিচার দাবি করেন তাঁরা।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার মধ্য রাতে স্কুলের মেয়েদের জন্য নির্ধারিত নামাজের ঘরে কে বা কারা অগ্নিসংযোগ করে। পরে এলাকাবাসী টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দড়িকাঁঠাল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘একটি কুচক্রী মহল বিদ্যালয়ের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে। আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছি। এ ঘটনা যারা ঘটিয়েছে আমি তাদের বিচার দাবি করছি।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল করিম বলেন, বিদ্যালয়ের উন্নতি দেখে অনেকেই খারাপ পাঁয়তারা করছে। একটি মহল এ উন্নতিকে বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে। এ ঘটনায় প্রায় ১ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

জাহিদ হাসান রুমান নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘এই প্রথম দেখলাম মানুষ বিদ্যাপীঠে আগুন লাগিয়ে দেয়। দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।’

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান আনম বলেন, ‘ক্ষতিগ্রস্ত বিদ্যালয় পরিদর্শন করেছি। একটা শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া অত্যন্ত গর্হিত কাজ। এমন হীন অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত