Ajker Patrika

বিজেপি রাষ্ট্রদ্রোহের ফায়দা তুলছে

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ০৯: ২৪
বিজেপি রাষ্ট্রদ্রোহের ফায়দা তুলছে

ভারতে ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে ১০ হাজার ৯৩৮ ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আনা হয়েছে। এর মধ্যে ৬৫ শতাংশ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ২০১৪ সালে বিজেপির ক্ষমতা গ্রহণের পর। এসব অভিযুক্তের সিংহভাগ বিরোধী রাজনীতিবিদ, ছাত্র, সাংবাদিক, লেখক ও শিক্ষাবিদ।

হিন্দুস্তান টাইমস জানায়, গত এক দশকে যেসব রাজনীতিবিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে, তাঁদের মধ্যে ৯৫ শতাংশ অভিযোগ আনা হয়েছে মোদি সরকারের সাত বছরের শাসনামলে। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে ১৪৯ জনের বিরুদ্ধে। আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করায় ১৪৪ জনের বিরুদ্ধে। এ অবস্থায় ২০১৪ সালের পর থেকে দেশটিতে রাষ্ট্রদ্রোহের মামলা বছরে প্রায় ২৮ শতাংশ বেড়েছে।

ছোটখাটো বিষয় থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে দেশটিতে রাষ্ট্রদ্রোহের মামলা হতে দেখা গেছে। উদাহরণস্বরূপ গত অক্টোবরের কথা বলা যায়। তখন টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পোস্ট দেওয়ায় কাশ্মীরের তিন ছাত্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত