Ajker Patrika

দুই মাথাওয়ালা শিশুর মৃত্যু

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৮: ৪১
দুই মাথাওয়ালা শিশুর মৃত্যু

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে সেকেন্দার-আফরোজা দম্পতির ঘরে জন্ম নেওয়া দুই মাথাওয়ালা নবজাতক মারা গেছে। গত শনিবার রাত ৮টার সময় ওই বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

জানা যায়, গত ২৩ অক্টোবর সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে জন্ম হয় ওই যমজ বাচ্চাটির। পরে গত ২৮ অক্টোবর চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে আসেন তাঁরা। বাড়িতে দুদিন থাকার পরে শনিবার রাতে এই শিশুর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে আফরোজা দুই মাথা বিশিষ্ট এক নবজাতকের জন্ম দেন। প্রথমে সুস্থ থাকলে দিনে দিনে বিভিন্ন সমস্যা দেখা দেয়। পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরিবারের অসচ্ছলতা থাকার কারণে তাঁরা ঢাকা না নিয়ে কুড়িগ্রামের বাড়িতে নিয়ে এলে দুদিন পরে তাঁদের মৃত্যু হয়।

প্রতিবেশী জাহিদ হাসান বলেন, ‘সেকেন্দার-আফরোজা দম্পতি ঘরে জন্ম নেওয়া দুই মাথাওয়ালা মেয়ে সন্তানটির মৃত্যু হয়েছে। এটাই প্রথম সন্তান ছিল তাঁদের।’

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আল আমিন মাসুদ বলেন, ‘মায়ের পেটে ভ্রূণ অনেক সময় বৃদ্ধি হওয়ার কারণে তা আলাদা হতে পারে না। এ কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এ বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়। এটি একটি ব্যয় বহুল ব্যবস্থা। এ অস্ত্রোপচার করার মতো সামর্থ্য সবার থাকে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত