Ajker Patrika

ময়লার স্তূপে নারীর ঝলসানো মরদেহ

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৮: ৫৮
ময়লার স্তূপে নারীর ঝলসানো মরদেহ

যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকার ময়লার স্তূপ থেকে অজ্ঞাত এক নারীর ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। গত বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার এসআই ফারজানা আক্তার জানান, খবর পেয়ে গত রাত ১০টার দিকে ময়লার স্তূপ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি আগুনে পোড়া ছিল এবং পচন ধরেছে। তাঁকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে পুড়িয়ে দেওয়া হতে পারে। এ ছাড়া অনেক সময় ডিপোতে ময়লা আগুনে পুড়িয়ে ফেলা হয়। সে আগুনেও তাঁর শরীর দগ্ধ হতে পারে। ওই নারীর পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ১০-১৫ দিন আগে নারীকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়। ওই নারীর শরীর পুড়ে বীভৎস হয়ে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত