Ajker Patrika

চাচা-ভাতিজার তৎপরতা আলোচনার খোরাক

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৩: ৫৪
চাচা-ভাতিজার তৎপরতা আলোচনার খোরাক

এখনো তফসিল ঘোষণা হয়নি নোয়াখালী চাটখিল উপজেলার ৩ নম্বর পরকোট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের। এরই মধ্যে শুরু হয়েছে মনোনয়নপ্রত্যাশীদের তোড়জোড়। ওই ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার জন্য আওয়ামী লীগের সমর্থন পেতে তৎপরতা শুরু করেছেন বেশ কয়েকজন প্রার্থী। তবে এরই মধ্যে আলোচনায় এসেছে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. শাহজাহান ও উপজেলা যুবলীগের সদস্য টিপু সুলতান পাটওয়ারীর প্রার্থিতা ঘোষণা। কারণ, তাঁরা দুজন সম্পর্কে চাচা-ভাতিজা।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, চাচা-ভাতিজার মধ্যে নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এ কারণেই তাঁরা প্রার্থিতায় নামার ঘোষণা দিয়ে আগাম তৎপরতা শুরু করেছেন। তবে এই বিষয়টি ইতিমধ্যে এলাকায় বেশ আলোচনার খোরাক জুগিয়েছে।

মো. শাহজাহান বলেন, ‘দলের দুর্দিনে অনেক খেটেছি। অর্থ দিয়ে সহায়তা করেছি। আশা করি তার মূল্যায়ন পাব।’

অপরদিকে তাঁর ভাতিজা টিপু সুলতান পাটওয়ারী বলেন, ‘করোনাকালীন সময়ে দলীয় লোকজনকে সহায়তাসহ অনেক কাজ করেছি। আশা করি দল আমাকে মনোনয়ন দিবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত