শাহীন রহমান, পাবনা
শীত মৌসুম সামনে রেখে নাটোরের লালপুরে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি শুরু করেছেন গাছিরা। শীতকাল এলে বাড়ে খেজুরগাছের কদর। গ্রামীণ জীবনে খেজুরগাছকে ঘিরে শুরু হয় উৎসব। তাই খেজুরগাছের কাণ্ড কেটে রস সংগ্রহের জন্য প্রস্তুত করছেন গাছিরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, লালপুরে প্রায় ৩৩ হাজার কৃষক পরিবার রয়েছে। উপজেলায় সড়ক, রেললাইনের দুই ধার, জমির আইল, বাড়ির আঙিনাসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে প্রায় ২ লাখ ৯৫ হাজার খেজুর গাছ। এসব গাছ থেকে গুড় সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭০ হাজার মেট্রিক টন। শীত মৌসুমে প্রায় ৩ হাজার পরিবার খেজুরগাছের ওপর নির্ভরশীল। খেজুরের গাছ ফসলের কোনো ক্ষতি করে না। তাই এ গাছের জন্য বাড়তি কোনো খরচ করতে হয় না। ঝোপ, জঙ্গলে কোনো যত্ন ছাড়াই বেড়ে ওঠে খেজুরের গাছ। শুধুমাত্র শীত মৌসুমে নিয়মিত পরিষ্কার করে রস সংগ্রহ করা হয়।
সরেজমিনে উপজেলার মোমিনপুর গ্রামে দেখা গেছে, সকালে খেজুরগাছ পরিষ্কার করতে ব্যস্ত গাছিরা। খেজুরগাছের কাঁটাযুক্ত ডাল কেটে নতুন কাণ্ড বের করছেন তাঁরা। কাণ্ড কেটে পরিষ্কার করে রস সংগ্রহের জন্য প্রস্তুত করছেন।
গাছি লতিফ সরকার (৬৫) বলেন, খেজুরগাছের কাণ্ড পরিষ্কার করে চেঁছে ১৫ দিন শুকাতে হয়। এরপর বিশেষ কৌশলে কাণ্ডের কিছু অংশ বিশেষ পদ্ধতিতে কেটে রস সংগ্রহে ও মাটির হাঁড়ি বসানোর জন্য বাঁশের তৈরি কাঠি লাগানো হয়। গাছ থেকে রস বের করার জন্য প্রতিদিন কাণ্ডের কিছু অংশ চেঁছে ফেলতে হয়। একাধারে তিন দিন শুকাতে হয়। শুকনা কাঠির রস খেতে সুমিষ্ট হয়।
আরেক গাছি শাহজাহান আলী (৬০) বলেন, তিনি প্রতিটি গাছ পরিষ্কারের জন্য পান ৪০ টাকা। একজন গাছি প্রতিদিন প্রায় ৫০ থেকে ৫৫টি খেজুরগাছের রস সংগ্রহ করতে পারেন। একজন গাছি শীত মৌসুমে (১২০ দিনে) একটি গাছ থেকে ২০-২৫ কেজি গুড় সংগ্রহ করেন।
লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলার কৃষকদের খেজুরগাছ লাগানোর পরামর্শ দিয়ে থাকেন তাঁরা। এতে রস ও গুড়ের চাহিদা মিটানো ছাড়াও খেজুরের রস ও গুড় বিক্রি করে সংসারে আর্থিক সচ্ছলতা আনেন। রস-গুড় ছাড়াও খেজুরগাছের পাতা দিয়ে মাদুর তৈরি ও জ্বালানি হিসেবে ব্যবহার হয়।
শীত মৌসুম সামনে রেখে নাটোরের লালপুরে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি শুরু করেছেন গাছিরা। শীতকাল এলে বাড়ে খেজুরগাছের কদর। গ্রামীণ জীবনে খেজুরগাছকে ঘিরে শুরু হয় উৎসব। তাই খেজুরগাছের কাণ্ড কেটে রস সংগ্রহের জন্য প্রস্তুত করছেন গাছিরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, লালপুরে প্রায় ৩৩ হাজার কৃষক পরিবার রয়েছে। উপজেলায় সড়ক, রেললাইনের দুই ধার, জমির আইল, বাড়ির আঙিনাসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে প্রায় ২ লাখ ৯৫ হাজার খেজুর গাছ। এসব গাছ থেকে গুড় সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭০ হাজার মেট্রিক টন। শীত মৌসুমে প্রায় ৩ হাজার পরিবার খেজুরগাছের ওপর নির্ভরশীল। খেজুরের গাছ ফসলের কোনো ক্ষতি করে না। তাই এ গাছের জন্য বাড়তি কোনো খরচ করতে হয় না। ঝোপ, জঙ্গলে কোনো যত্ন ছাড়াই বেড়ে ওঠে খেজুরের গাছ। শুধুমাত্র শীত মৌসুমে নিয়মিত পরিষ্কার করে রস সংগ্রহ করা হয়।
সরেজমিনে উপজেলার মোমিনপুর গ্রামে দেখা গেছে, সকালে খেজুরগাছ পরিষ্কার করতে ব্যস্ত গাছিরা। খেজুরগাছের কাঁটাযুক্ত ডাল কেটে নতুন কাণ্ড বের করছেন তাঁরা। কাণ্ড কেটে পরিষ্কার করে রস সংগ্রহের জন্য প্রস্তুত করছেন।
গাছি লতিফ সরকার (৬৫) বলেন, খেজুরগাছের কাণ্ড পরিষ্কার করে চেঁছে ১৫ দিন শুকাতে হয়। এরপর বিশেষ কৌশলে কাণ্ডের কিছু অংশ বিশেষ পদ্ধতিতে কেটে রস সংগ্রহে ও মাটির হাঁড়ি বসানোর জন্য বাঁশের তৈরি কাঠি লাগানো হয়। গাছ থেকে রস বের করার জন্য প্রতিদিন কাণ্ডের কিছু অংশ চেঁছে ফেলতে হয়। একাধারে তিন দিন শুকাতে হয়। শুকনা কাঠির রস খেতে সুমিষ্ট হয়।
আরেক গাছি শাহজাহান আলী (৬০) বলেন, তিনি প্রতিটি গাছ পরিষ্কারের জন্য পান ৪০ টাকা। একজন গাছি প্রতিদিন প্রায় ৫০ থেকে ৫৫টি খেজুরগাছের রস সংগ্রহ করতে পারেন। একজন গাছি শীত মৌসুমে (১২০ দিনে) একটি গাছ থেকে ২০-২৫ কেজি গুড় সংগ্রহ করেন।
লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলার কৃষকদের খেজুরগাছ লাগানোর পরামর্শ দিয়ে থাকেন তাঁরা। এতে রস ও গুড়ের চাহিদা মিটানো ছাড়াও খেজুরের রস ও গুড় বিক্রি করে সংসারে আর্থিক সচ্ছলতা আনেন। রস-গুড় ছাড়াও খেজুরগাছের পাতা দিয়ে মাদুর তৈরি ও জ্বালানি হিসেবে ব্যবহার হয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫