Ajker Patrika

মহামারিতে ছাত্রীদের আত্মহত্যা বেড়েছে

জাবি প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১০: ৩১
মহামারিতে ছাত্রীদের আত্মহত্যা বেড়েছে

করোনা মহামারিতে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের ৭২ শতাংশই ছাত্রী। অথচ মহামারির আগে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৭১ শতাংশ। ‘মহামারিতে বাংলাদেশি শিক্ষার্থীদের লিঙ্গ ও প্রবণতা ভিত্তিক আত্মহত্যা’ শীর্ষক গবেষণায় এসব তথ্য জানা যায়।

গবেষণায় ২০২০ সালের মার্চ মাস থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত দেশব্যাপী তথ্য সংগ্রহ করা হয়। এতে ১২৭ জন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। গত ২৮ ডিসেম্বর ইংল্যান্ডের কিংস কলেজ অব লন্ডনের প্রকাশনা সংস্থা ইন্টারন্যাশনাল জার্নাল অব সোশ্যাল সাইকিয়াট্রিতে গবেষণাটি প্রকাশ করে।

গবেষণাটি ‘চিন্তা রিসার্চ বাংলাদেশ’ নামক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। এই গবেষকদলে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের শিক্ষক মোহাম্মদ আল মামুন, শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ফিরোজ আল মামুন, ইসমাইল হোসেন এবং অর্থনীতি বিভাগের শিক্ষক ইসতিহাক রায়হান ও শিক্ষার্থী তানভির আহমেদ।

গবেষণায় উল্লেখ করা হয়, ১৪ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরীদের মধ্যে আত্মহত্যার হার ৪২ শতাংশ। এ ছাড়া ৪৩ শতাংশ মাধ্যমিক ও ২৬ শতাংশ উচ্চমাধ্যমিক শিক্ষার্থী এই সময়ে আত্মহত্যা করেন। আত্মহননকারীদের ৮০ শতাংশ গলায় ফাঁস ও ১০ শতাংশ বিষপানে জীবন বিসর্জন দেয়।

গবেষণায় উল্লেখ করা হয়, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা ৫৬টি। কিন্তু মহামারিতে এই সংখ্যা দ্বিগুণ। এর কারণ মহামারিতে আত্মহত্যার ধরনে পরিবর্তন এসেছে।

এই গবেষণায় প্রথম দেশব্যাপী শিক্ষার্থীদের আত্মহত্যার ম্যাপিং করা হয়। এতে জানা যায়, ঢাকা জেলায় এবং দেশের উত্তর অঞ্চলের মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। অন্যদিকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে আত্মহত্যার প্রবণতা কম।

মোহাম্মদ আল মামুন বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিটি আত্মহত্যার পেছনে প্রায় ২০টি অসফল আত্মহত্যার চেষ্টা করা হয়। এর আগে অথবা এই সময়েই আমাদের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। কিন্তু এটা হয়ে ওঠে না। এখানে অভিভাবকদের গাফিলতি আছে। তাই সমাজে একটি আত্মহত্যাবিরোধী সচেতনতামূলক আন্দোলন করা প্রয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত