প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘মা বাবা ভাই বোন’ উপন্যাসের চরিত্রগুলো এবার জীবন্ত হয়ে উঠল। উপন্যাসটি অবলম্বনে তৈরি হলো ধারাবাহিক নাটক। হাসান রেজাউলের চিত্রনাট্য ও পরিচালনায় ধারাবাহিকের শুটিং শুরু হয়েছিল গত মাসে। ঘনিয়ে এসেছে প্রচারের তারিখ। জানা গেছে, ২৬ ডিসেম্বর এনটিভিতে শুরু হচ্ছে ‘মা বাবা ভাই বোন’।
অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, তামিম মৃধা, শবনম ফারিয়া, আবু হুরায়রা তানভীর, নিশাত প্রিয়ম, তাসনুভা তিশা, শম্পা রেজা, শেলী আহসান, অবিদ রেহান, ফাতিমা আক্তার আদিবা, সাজু খাদেম, পঙ্কজ, এ কে আজাদ সেতু, জয়নাল জ্যাক প্রমুখ।
ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’-এর গল্পে দেখা যাবে, পুরান ঢাকার ভাড়া বাসাটা এই মাসের শেষেই ছেড়ে দিতে হবে শামীম সাহেবকে। তিনি একজন আদর্শবাদী শিক্ষক। প্রাইভেট পড়ান না। অবসরের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন। এ সময় বাড়ি ছাড়াটা বিপজ্জনক। শামীম সাহেবের পরিবারে আছে স্ত্রী জাহানারা, ছোট মেয়ে শিউলি আর ছোট ছেলে রুমী। স্ত্রী-পুত্র-কন্যাকে নিয়ে শামীম সাহেব ওঠেন দুই কামরার টিনের বাসায়। চারদিকে কথা শুরু হয়, শামীম সাহেবরা বস্তিতে উঠেছেন! এতে সবাই অপমানিত ও বিব্রত।
সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মা বাবা ভাই বোন’ অবলম্বনে ধারাবাহিক নাটক বানানোর বিষয়ে অনেক দিন ধরে পরিকল্পনা করছিলেন নির্মাতা। সুনীলের স্ত্রী স্বাতী বন্দ্যোপাধ্যায়, ছেলে সৌভিক এবং ট্রাস্টি বোর্ডের কাছ থেকে লিখিত অনুমতি নিয়েই তৈরি হচ্ছে ধারাবাহিকটি, জানিয়েছেন নির্মাতা হাসান রেজাউল।
এনটিভিতে ২৬ ডিসেম্বর থেকে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’।
প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘মা বাবা ভাই বোন’ উপন্যাসের চরিত্রগুলো এবার জীবন্ত হয়ে উঠল। উপন্যাসটি অবলম্বনে তৈরি হলো ধারাবাহিক নাটক। হাসান রেজাউলের চিত্রনাট্য ও পরিচালনায় ধারাবাহিকের শুটিং শুরু হয়েছিল গত মাসে। ঘনিয়ে এসেছে প্রচারের তারিখ। জানা গেছে, ২৬ ডিসেম্বর এনটিভিতে শুরু হচ্ছে ‘মা বাবা ভাই বোন’।
অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, তামিম মৃধা, শবনম ফারিয়া, আবু হুরায়রা তানভীর, নিশাত প্রিয়ম, তাসনুভা তিশা, শম্পা রেজা, শেলী আহসান, অবিদ রেহান, ফাতিমা আক্তার আদিবা, সাজু খাদেম, পঙ্কজ, এ কে আজাদ সেতু, জয়নাল জ্যাক প্রমুখ।
ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’-এর গল্পে দেখা যাবে, পুরান ঢাকার ভাড়া বাসাটা এই মাসের শেষেই ছেড়ে দিতে হবে শামীম সাহেবকে। তিনি একজন আদর্শবাদী শিক্ষক। প্রাইভেট পড়ান না। অবসরের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন। এ সময় বাড়ি ছাড়াটা বিপজ্জনক। শামীম সাহেবের পরিবারে আছে স্ত্রী জাহানারা, ছোট মেয়ে শিউলি আর ছোট ছেলে রুমী। স্ত্রী-পুত্র-কন্যাকে নিয়ে শামীম সাহেব ওঠেন দুই কামরার টিনের বাসায়। চারদিকে কথা শুরু হয়, শামীম সাহেবরা বস্তিতে উঠেছেন! এতে সবাই অপমানিত ও বিব্রত।
সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মা বাবা ভাই বোন’ অবলম্বনে ধারাবাহিক নাটক বানানোর বিষয়ে অনেক দিন ধরে পরিকল্পনা করছিলেন নির্মাতা। সুনীলের স্ত্রী স্বাতী বন্দ্যোপাধ্যায়, ছেলে সৌভিক এবং ট্রাস্টি বোর্ডের কাছ থেকে লিখিত অনুমতি নিয়েই তৈরি হচ্ছে ধারাবাহিকটি, জানিয়েছেন নির্মাতা হাসান রেজাউল।
এনটিভিতে ২৬ ডিসেম্বর থেকে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪