Ajker Patrika

স্বেচ্ছায় সরে দাঁড়ালেন আওয়ামী লীগের প্রার্থী

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৬: ২০
স্বেচ্ছায় সরে দাঁড়ালেন আওয়ামী লীগের প্রার্থী

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম ফকির। গত শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আবুল কালামের সরে যাওয়ার পর বালিদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. মফিজুর রহমান। বিষয়টি নিশ্চিত করে আবদুল মান্নান বলেন, আবুল কালাম স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। পরে দল মফিজুর রহমানকে মনোনয়ন দিয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মান্নান আরও জানান, আবুল কালাম ফকির উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা। তিনি বালিদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ। মনোনয়ন পেয়ে তিনি কাজও শুরু করেছিলেন। তবে গুরুতর অসুস্থ হয়ে পড়লে নিজেই নির্বাচন করতে অপারগতা প্রকাশ করেন এবং স্বেচ্ছায় সরে যান।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানতে আবুল কালাম ফকির, তাঁর ছেলে রবিউল ইসলাম ফকির ও ইমরুল ফকিরের মোবাইলে একাধিকবার কল করা হলেও কেউ ফোন ধরেননি।

তৃতীয় ধাপে ঘোষিত তফসিলে মাগুরার মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল হবে ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর। ভোট হবে ২৮ নভেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত