Ajker Patrika

টেকনাফে অস্ত্রসহ দুই রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ০২
টেকনাফে অস্ত্রসহ দুই রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে শিবির থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুই রোহিঙ্গা ‘সন্ত্রাসী’কে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল রোববার ভোরে হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুর হোসেন ওরফে মুনাইয়া (২৪) ও সাব্বির আহমেদ (২২)। তাঁদের কাছ থেকে দা ও চোরা উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলার রয়েছে বলে জানিয়েছে এপিবিএন।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, ‘১২ থেকে ১৪ জন রোহিঙ্গা সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে বাকিরা পালিয়ে গেছেন।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নুর হোসেন গত ৯ আগস্ট শালবাগান শিবিরে সংঘটিত রফিক হত্যার সঙ্গে জড়িত। সাব্বির টেকনাফের রোহিঙ্গা সন্ত্রাসী ‘সালমান শাহ’ গ্রুপের সদস্য। গতকাল আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান এসপি তারিকুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত