Ajker Patrika

‘ছাত্রলীগকে আর আদু ভাই গালি শোনাবেন না’

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১২: ৪৪
‘ছাত্রলীগকে আর আদু ভাই গালি শোনাবেন না’

যশোরের মনিরামপুর উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নেই ১৭ বছর। ২০০৪ সাল থেকে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে এই উপজেলা ছাত্রলীগের কার্যক্রম। দীর্ঘদিন কমিটি না হওয়ায় পদ প্রত্যাশী অনেকে নীরবে ছাত্রলীগ ছেড়ে অন্য কাজে মন দিয়েছেন।

পূর্ণাঙ্গ কমিটি না পেয়ে গত মঙ্গলবার ছাত্রলীগ ছাড়ার ঘোষণা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও খেদাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হাদিউজ্জামান ফয়সাল। নিজের ফেসবুক ওয়ালে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি ছাত্রলীগ ছাড়ার ঘোষণা দেন।

হাদিউজ্জামানের বয়স ২৭ বছর। ২০১৭ সালে তিনি গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। ২০০৪ সালে স্কুল জীবন থেকে তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত।

হাদিউজ্জামান তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ব্যক্তিগত কারণে এই সৃষ্টিশীল সংগঠন করতে আগ্রহী নই। শুধু বলি আমরা না হয় অযোগ্য তাহলে যাঁদের আপনাদের পছন্দ হয় তাঁদের দিয়ে কমিটি দিলে তো এত দিন ছাত্রলীগের বন্ধ্যত্বটা ঘুচত। আপনাদের খামখেয়ালিপনায় হাজার হাজার মেধাবী মুখ হারিয়ে গেছে। সৃষ্টিশীল মুখগুলোর হাহাকার নিয়ে পথ চলতে দেখেছি। শত শত রাজপথের কর্মীগুলো কামলা দিয়েছে। আপনারা তাঁদের পরিচয় দিয়ে যেতে পারেননি।’

তিনি আরও লিখেছেন, ‘২০০৪ সাল থেকে গুটিকয়েক নেতা ছাড়া উপজেলা ছাত্রলীগের পরিচয় দেওয়ার মতো কেউ নেই। দয়া করে আর ছাত্রলীগকে আদু ভাই গালি শোনাবেন না। এটুকুতে লজ্জিত হওয়ার মনোভাব রাখা উচিত। এগুলো করবেন না এটাতে দুঃসময়ে ছাত্রলীগে ভাটা পড়বে।’

তবে হাদিউজ্জামানের এ ক্ষোভের উক্তি কার ওপরে সেটা তিনি স্পষ্ট করেননি। তিনি বলেন, ‘ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী আমার বয়স ২৭ বছর পার হয়েছে। পড়াশোনা শেষ করেছি বেশ কদিন হল। মনে করি ‘আদু ভাই’ ছাত্রলীগের নেতা হওয়া চরম লজ্জার।’

ছাত্রলীগের একাধিক সূত্রে জানা গেছে, ২০০৪ সাল থেকে মনিরামপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ২০১৪ সালে তিন মাসের জন্য পুনরায় আহ্বায়ক কমিটি দেওয়া হয়। মুরাদুজ্জামান মুরাদকে এই কমিটির আহ্বায়ক করা হয়। কিন্তু আর পূর্ণাঙ্গ হয়নি এই কমিটি।

রোহিতা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান নয়ন বলেন, ‘পদের আশা নিয়ে সবাই রাজনীতিতে আসে। পূর্ণাঙ্গ কমিটি না হলে অনেক যোগ্য মুখ হারিয়ে যায়। সংগঠনের গতি বাড়ে না। আমার বয়স এখন ২৮ বছর। আমি যুবলীগ করব। আর ছাত্রলীগ করতে চাই না। দ্রুত সম্মেলন করে মনিরামপুর উপজেলায় ছাত্রলীগের নতুন কমিটি হোক এটা আমার চাওয়া।’

মনিরামপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ বলেন, ‘অনেকবার জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন রেখেছি মনিরামপুরে পূর্ণাঙ্গ কমিটি হোক। করোনার কারণে গত দুই বছর এ বিষয় অগ্রসর হওয়া যায়নি। এখন প্রস্তুতি নিচ্ছি। আশা করি দ্রুত সম্মেলন দিতে পারব।’

মুরাদুজ্জামান মুরাদ বলেন, ‘হাদিউজ্জামান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সংগঠনবিরোধী কাজ করেছেন। তিনি খেদাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক। সংগঠন ছাড়ার ঘোষণা দিলেও তিনি এখনো আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেননি। এমনকি দীর্ঘ সময় দায়িত্বে থাকলেও নিজের ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি দিতে ব্যর্থ হয়েছেন তিনি।

যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, ‘মনিরামপুরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার প্রস্তুতি আছে। আগামী জানুয়ারিতে সম্মেলন হবে বলে আশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত