Ajker Patrika

২ যুগ ধরে সম্মেলন নেই, ১০ বছর পার আহ্বায়ক কমিটির

হারুনুর রশিদ, রায়পুরা
Thumbnail image

নরসিংদীর রায়পুরায় জাতীয়তাবাদী যুবদলের সর্বশেষ সম্মেলন হয়েছে ১৯৯৮ সালে। সেই হিসাবে দুই যুগ আগে সম্মেলন হয়েছে সংগঠনটির। কয়েক দফায় আহ্বায়ক কমিটি হলেও সম্মেলন আর হয়নি। এর মাঝে দুই মেয়াদে উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটিতে ১০ বছর পার হয়েছে। দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ায় তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে বাড়ছে হতাশা।

তৃণমূলের নেতা-কর্মীরা মনে করছেন, বৃহত্তর উপজেলাটির ২৪ ইউনিয়ন ও পৌর কমিটি গঠনে কেন্দ্রীয় নির্দেশনা না থাকায় দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে সম্মেলনের দাবি। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত, শক্তিশালী করার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

সাংগঠনিক কার্যক্রমে ভাটা পড়েছে তৃণমূলে। এত দিনেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। 
যুবদলের একাধিক সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে সম্মেলনের মাধ্যমে রায়পুরা উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল।

এই কমিটির সভাপতির দায়িত্ব ফিরোজ আল মামুন ও সাধারণ সম্পাদক মরহুম সিরাজুল ইসলাম ৩ মেয়াদের অনুমোদন নিয়ে ১৭ বছর পার করেন। ২০১২ সালে হাবিবুর রহমান আহ্বায়ক ও নাজমুল হক ভূইয়া মোহনকে সদস্যসচিব করে গঠিত আহ্বায়ক কমিটি চার বছর দায়িত্ব পালন করে। ২০১৬ সালের ১৫ জুন আমজাদ হোসেন ভূইয়া আলতাফকে আহ্বায়ক ও খালিদ হোসেন নাহিদ মোল্লাকে সদস্যসচিব করে উপজেলা যুবদলের ১৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটিতে চলে পাঁচ বছর।

২০২১ সালে ১৩ নভেম্বর আলফাজ উদ্দিন মিঠুকে আহ্বায়ক ও নুর আহামদ মানিককে সদস্যসচিব করে ঘোষিত উপজেলা যুবদলের কমিটি দেওয়া হয়। একই দিনে সাইফুল ইসলাম সুহেল ও এস এম সুমন নেওয়াজকে সদস্যসচিব করে পৌর যুবদলের ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। প্রতিটি আহ্বায়ক কমিটির মেয়াদ ছিল ৩ মাস। তবে একের পর এক আহ্বায়ক কমিটিতেই ১০ বছর পেরিয়ে গেলেও অদৃশ্য কারণে পূর্ণাঙ্গ কমিটি দিতে ব্যর্থ কেন্দ্রীয় ও জেলা যুবদল।

নেতা-কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ার পেছনে সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের আধিপত্য নিয়ে সৃষ্টি হওয়া কোন্দল দায়ী।

উপজেলা যুবদলের সদস্যসচিব নূর আহমদ চৌধুরী মানিক বলেন, ‘যুবদলের কেন্দ্রীয় নতুন কমিটি হয়েছে। আমাদের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। সেটির অনুমোদন পেলেই ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করব।’

উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা মিথ্যা মামলায় জর্জরিত। আশা করি কেন্দ্রীয় ও জেলা যুবদল যৌথভাবে দ্রুতই কমিটির ঘোষণা দেবে। এতে সংগঠনটি আরও শক্তিশালী হবে।’

জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান বলেন, ‘কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি হয়েছে। কেন্দ্রে কমিটি জমা দিয়েছি। আশা করি অল্প সময়ের মধ্যে কমিটি ঘোষণা করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত