Ajker Patrika

নদে বেড়া দিয়ে মাছ শিকার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৪: ২২
নদে বেড়া দিয়ে মাছ শিকার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদে চায়না দুয়ারি এবং আড়াআড়ি বেড়া দিয়ে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে। আড়াআড়ি বাঁধ দেওয়ায় নদী পথে চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ভাঙ্গা পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ছিলাধরচর মহল্লায় নদের ৫০০ মিটার জায়গায় তিনটি বাঁধ দেওয়া হয়েছে। এসব বাঁধের কারণে পৌরসভার ছিলাধরচর-বাস্তখোলা মহল্লার ও ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মানুষের গোসলসহ বিভিন্ন দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব বাঁধ দিয়ে মাছ শিকার করা হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেননি।

এলাকাবাসী জানান, এসব বাঁধে চায়না দুয়ারি দিয়ে মাছ শিকার করা হচ্ছে। দেশি প্রজাতির ছোট মাছও এ জাল থেকে রেহাই পাচ্ছে না।

এদিকে কুমার নদে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকারের কথার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী।

এ কর্মকর্তা বলেন, ‘গত বুধবার (৬ অক্টোবর) আমি ছিলাধরচর মহল্লার বাঁধগুলো দেখে এসেছি। যারা বাঁধ দিয়ে মাছ ধরছেন তাদের তিন দিন সময় দিয়েছিলাম বাঁধ উঠিয়ে ফেলার জন্য। এখনো যদি বাঁধ না ওঠানো হয় তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত