Ajker Patrika

রেলিং ধসে শিশুর মৃত্যু দাদার দাবি হত্যা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৪: ২১
রেলিং ধসে শিশুর মৃত্যু দাদার দাবি হত্যা

ঢাকার কেরানীগঞ্জে ছাদের রেলিং ভেঙে পড়ে গিয়ে আবরার নামে নয় মাসের শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে শিশুটির দাদা দাবি করছেন, এটি পরিকল্পিত হত্যা।

গতকাল সোমবার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবরার মারা যায়।

আবরারের মামা রবিন জানান, আবরারের বাবার নাম মো. পারভেজ ও মা সুপ্তি বেগম। তার দাদাবাড়ি ঢাকার দক্ষিণ দনিয়ার কুদার বাজার এলাকায়। আবরারের বাবা বিদেশ থাকার কারণে গত তিন মাস ধরে তাকে নিয়ে সুপ্তি দক্ষিণ কেরানীগঞ্জ থানার আবদুল্লাহপুর কলাকান্দি এলাকায় বাবার বাড়িতে বসবাস করছিলেন। গত রোববার বিকেলে আবরারকে নিয়ে ছোট খালা বাড়ির দ্বিতীয় তলার ছাদে যান। এ সময় আবরারের মা ঘরে ছিলেন। আবরারকে ছাদে আড়াই ফুট উঁচু রেলিংয়ের ওপর বসালে সেটি ধসে ছাদের একপাশে ইটের নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল দুপুরে দিকে সে মারা যায়। দেয়ালটি অনেক পুরোনো ছিল।

এদিকে, আবরারের দাদা আয়নাল আহমেদ বলেন, ‘আমার ছেলে পারভেজের সঙ্গে সুপ্তির বিয়ে হয় বছর দুয়েক আগে। বিয়ের কিছুদিন পর থেকেই ওদের বনিবনা হচ্ছিল না। আমার ছেলে আট মাস আগে কাতার চলে যায়। পরে সুপ্তি মেয়েসহ বাবার বাড়িতে চলে যায়। সম্পর্ক ছাড়াছাড়ির পর্যায়ে চলে গিয়েছিল। এটি একটি পরিকল্পিত হত্যা। আমি সুষ্ঠু বিচার চাই।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই সজিব বলেন, শিশুর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত