Ajker Patrika

আ.লীগের ১৮ নেতা বহিষ্কার

ভূঞাপুর প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৮
Thumbnail image

ভূঞাপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র পাঁচ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ১৮ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৬টি ইউপিতে ভোট।

এই নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়া ও বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করায় তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। গতকাল সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা এ তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কার হওয়া নেতা কর্মীরা হলেন অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা। তিনি মোটরসাইকেল প্রতীকের ইউপি চেয়ারম্যান প্রার্থী। একই ইউনিয়নের সহসভাপতি মো. আব্দুর রহমানকেও বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ, গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনারস প্রতীকের প্রার্থী শাহ আলম আকন্দ শাপলা, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ও ছানোয়ার হোসেন তালুকদার ফিরোজ, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আনারস প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম (আমিন), ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. জহিরুল ইসলাম, মো. আমিন মণ্ডল ও জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারস প্রতীকের প্রার্থী মাসুদুল হক মাসুদ, সহসভাপতি মোস্তাফিজুর রহমান পাভেল ও জুরান আলী মণ্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. মোন্নাফ আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ফজল হক ও কার্যকরী কমিটির সদস্য মো. রফিকুল। 
বহিষ্কারের বিষয়ে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারস প্রতীকের প্রার্থী মাসুদুল হক মাসুদ বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে বহিষ্কারের কোনো নির্দেশনা নেই। উপজেলা আওয়ামী লীগকে চাপ দিয়ে বহিষ্কার করানো হয়েছে। তবে নিয়ম মেনে এই বহিষ্কার করা হয়নি। নিয়ম মেনে বহিষ্কার করতে গেলে উপজেলা আওয়ামী লীগ থেকে জেলা আওয়ামী লীগকে সুপারিশ করতে হবে। এরপর জেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় আওয়ামী লীগে সুপারিশ করবে। কিন্তু কোনো নিয়ম না মেনেই একেবারে হুট করেই বহিষ্কার করা হয়েছে। এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত।’

বহিষ্কারাদেশে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন ইউপি নির্বাচন-২০২১ এ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান হিসেবে অংশ গ্রহণ করা ও বিভিন্ন পদে থাকা নেতা কর্মীরা বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হলো। এ ছাড়া বহিষ্কারাদেশের চিঠিতে সব নেতাদের দলীয় পদ উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা বলেন, ‘টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছেন। চিঠিতে যারা দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সমর্থনকারীদের দল থেকে বহিষ্কার করার কথা বলা হয়েছে। জেলা আওয়ামী লীগের নির্দেশেই তাঁদের বহিষ্কার করা হয়েছে।’ 
ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, ‘স্থানীয় সাংসদ এখন ক্ষমতার মধ্যমণি। ওনার সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে। উনি আমাদের বলেছেন সভা করার নির্দেশ দেন। আমরা সভা করে তাঁদের বহিষ্কার করেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত