মাহিদুল ইসলাম, কমলগঞ্জ (মৌলভীবাজার)
কমলগঞ্জ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত সরকারি আবাসিক ভবন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সাতটি ভবনের চারটিই জরাজীর্ণ। এর মধ্যে দুটি ভবন বেশি ঝুঁকিপূর্ণ থাকায় পরিত্যক্ত অবস্থায় আছে।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য বনবীথি, গেজেটেড কোয়ার্টার, কৃষ্ণকলী, কনকচাঁপা, কামিনী, ক্যামেলিয়া কোয়ার্টারসহ সাতটি ভবন নির্মাণ করা হয়। উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বাসভবন তৈরি করা হয় ১৯৬৪ সালে। এ ভবনটিও জরাজীর্ণ হয়ে পড়েছে।
এদিকে কোনো কোনো ভবনের দেয়ালে অল্প বৃষ্টি হলে ছাদ চুইয়ে ভেতরে পানি পড়ে। কোয়ার্টারগুলোর ছাদের ঢালাই ভেঙে রড বের হয়ে গেছে। এমনকি দরজা-জানালাও ভেঙে গেছে। ঝুঁকি নিয়ে জরাজীর্ণ এসব ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বসবাস করছেন কর্মকর্তা-কর্মচারীদের পরিবার।
সরেজমিনে দেখা যায়, এসব ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়ছে। জরাজীর্ণ ভবনগুলোর পাশে ময়লা-আবর্জনার স্তূপ জমেছে।
এসব ভবনে বসবাসকারীরা জানান, মৃদু ভূমিকম্পেও ভবনগুলো কেঁপে ওঠে। পলেস্তারা খসে পাড়ে, এমনকি বৃষ্টি হলে ছাদ চুয়ে পানি পড়ে। এসব ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক কর্মকর্তা পরিবার নিয়ে বাইরে ভাড়া বাসায় থাকেন। আবার অনেকে পরিবার গ্রামের বাড়িতে রেখে মেসে থাকেন। এসব ভবন অপসারণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
উপজেলা এলজিইডি অফিসের অফিস সহায়ক মো. শহীদ উল্লাহ বলেন, ‘ফ্লাড সেন্টারে পরিবার নিয়ে বসবাস করছি। আমাদের কোয়ার্টারে গ্যাস ও পানি নেই। জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে।’
গেজেটেড কোয়ার্টারের বাসিন্দা উপজেলা এলজিইডি উপসহকারী প্রকৌশলী মো. আব্দুর রাকিব ও উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা (পজিপ) মার্শেদা খানম বলেন, ‘বৃষ্টি হলে ছাদ থেকে পানি পড়ে। দেয়ালের বিভিন্ন স্থানে ফাটলও ধরেছে। ভেতরের অবস্থা এতটাই নাজুক, যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
পুরোনো কোয়ার্টারের বিষয়ে কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার কোয়ার্টার সবচেয়ে ঝুঁকিপূর্ণ থাকায় আপাতত এটি নতুন করে নির্মাণ করা হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশেকুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনগুলো পর্যায়ক্রমে টেন্ডারের মাধ্যমে ভেঙে নতুন করে তৈরি করতে হবে। এগুলো মেরামত করলে হবে না। আমি থাকা অবস্থায় ভবনগুলো করে যাব। আমার বাসভবনটি ১৯৬৪ সালে নির্মাণ করা হয়েছিল; বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এটি।’
কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান বলেন, ‘উপজেলা পরিষদের বড় ধরনের কাজগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে করা হয়। আমরা উপজেলা পরিষদ থেকে সর্বোচ্চ সাত লাখ টাকার কাজ করাতে পারি। এ ছাড়াও সরকার থেকে কিছু ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।’
কমলগঞ্জ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত সরকারি আবাসিক ভবন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সাতটি ভবনের চারটিই জরাজীর্ণ। এর মধ্যে দুটি ভবন বেশি ঝুঁকিপূর্ণ থাকায় পরিত্যক্ত অবস্থায় আছে।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য বনবীথি, গেজেটেড কোয়ার্টার, কৃষ্ণকলী, কনকচাঁপা, কামিনী, ক্যামেলিয়া কোয়ার্টারসহ সাতটি ভবন নির্মাণ করা হয়। উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বাসভবন তৈরি করা হয় ১৯৬৪ সালে। এ ভবনটিও জরাজীর্ণ হয়ে পড়েছে।
এদিকে কোনো কোনো ভবনের দেয়ালে অল্প বৃষ্টি হলে ছাদ চুইয়ে ভেতরে পানি পড়ে। কোয়ার্টারগুলোর ছাদের ঢালাই ভেঙে রড বের হয়ে গেছে। এমনকি দরজা-জানালাও ভেঙে গেছে। ঝুঁকি নিয়ে জরাজীর্ণ এসব ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বসবাস করছেন কর্মকর্তা-কর্মচারীদের পরিবার।
সরেজমিনে দেখা যায়, এসব ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়ছে। জরাজীর্ণ ভবনগুলোর পাশে ময়লা-আবর্জনার স্তূপ জমেছে।
এসব ভবনে বসবাসকারীরা জানান, মৃদু ভূমিকম্পেও ভবনগুলো কেঁপে ওঠে। পলেস্তারা খসে পাড়ে, এমনকি বৃষ্টি হলে ছাদ চুয়ে পানি পড়ে। এসব ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক কর্মকর্তা পরিবার নিয়ে বাইরে ভাড়া বাসায় থাকেন। আবার অনেকে পরিবার গ্রামের বাড়িতে রেখে মেসে থাকেন। এসব ভবন অপসারণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
উপজেলা এলজিইডি অফিসের অফিস সহায়ক মো. শহীদ উল্লাহ বলেন, ‘ফ্লাড সেন্টারে পরিবার নিয়ে বসবাস করছি। আমাদের কোয়ার্টারে গ্যাস ও পানি নেই। জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে।’
গেজেটেড কোয়ার্টারের বাসিন্দা উপজেলা এলজিইডি উপসহকারী প্রকৌশলী মো. আব্দুর রাকিব ও উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা (পজিপ) মার্শেদা খানম বলেন, ‘বৃষ্টি হলে ছাদ থেকে পানি পড়ে। দেয়ালের বিভিন্ন স্থানে ফাটলও ধরেছে। ভেতরের অবস্থা এতটাই নাজুক, যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’
পুরোনো কোয়ার্টারের বিষয়ে কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার কোয়ার্টার সবচেয়ে ঝুঁকিপূর্ণ থাকায় আপাতত এটি নতুন করে নির্মাণ করা হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশেকুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ভবনগুলো পর্যায়ক্রমে টেন্ডারের মাধ্যমে ভেঙে নতুন করে তৈরি করতে হবে। এগুলো মেরামত করলে হবে না। আমি থাকা অবস্থায় ভবনগুলো করে যাব। আমার বাসভবনটি ১৯৬৪ সালে নির্মাণ করা হয়েছিল; বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এটি।’
কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান বলেন, ‘উপজেলা পরিষদের বড় ধরনের কাজগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে করা হয়। আমরা উপজেলা পরিষদ থেকে সর্বোচ্চ সাত লাখ টাকার কাজ করাতে পারি। এ ছাড়াও সরকার থেকে কিছু ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৯ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪