Ajker Patrika

মদনে ৩৮৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৫
মদনে ৩৮৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নেত্রকোনার মদন উপজেলার ৮টি ইউপিতে ৩৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯২ জন ও সাধারণ সদস্য পদে ২৫১ জন প্রার্থী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহণ হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে নেত্রকোনার মদনে তিনজন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে কাইটাইল, চানগাও ও নায়েকপুর ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হামিদ ইকবাল। তার কাছে তিন ইউপির চেয়ারম্যান পদে মোট ১৪ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৮ জন এবং সাধারণ সদস্য পদে ৯১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

মদন, তিয়শ্রী ও ফতেপুর ইউপিতে রিটার্নিং কর্মকর্তা দায়িত্বে আছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান। তার কাছে তিন ইউপিতে চেয়ারম্যান পদে মোট ১৯ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৩ জন ও সাধারণ সদস্য পদে ৯৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

গোবিন্দশ্রী ও মাঘান ইউপির রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন। তার কাছে দুই ইউপিতে চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪ জন ও সাধারণ সদস্য পদে ৬৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গত ৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ তারিখ ১১ ডিসেম্বর, আপিল ১৩-১৪ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৫-১৬ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৯ ডিসেম্বর এবং আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ হবে। উপজেলার ৮ ইউপিতে মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৭ হাজার ৮৮৭ জন। এর মধ্যে পুরুষ ৫৪ হাজার ৭৯৩ জন, নারী ৫৩ হাজার ৯৩ জন ও তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত