Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩

শ্রীপুর (গাজীপুর) ও গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩: ৩০
সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩

গাজীপুরের শ্রীপুর থেকে বেড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীপুরের মাওনা-গফরগাঁও সংযোগ সড়কের আহালিয়ারটেক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা শ্রীপুরের গাড়ারন গ্রামের জামে মসজিদের ইমাম আব্দুল ওয়াদুদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে বেড়াতে যাচ্ছিলেন।

নিহতরা হলেন শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের শহর বেপারির ছেলে কফিল উদ্দিন (৪৫), তাঁর ভাই আমির উদ্দিন (৫৫) ও একই এলাকার আব্বাস আলীর ছেলে নায়েব আলী (৭৫)। এ ঘটনায় গুরুতর আহত অটোরিকশার চালক সাইফুল ইসলামকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কে এম নাজমুল আহসান বলেন, ‘কফিল উদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অপর গুরুতর আহত আমির উদ্দিনকে মমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বলেন, ‘রোড রোলার চাপায় ঘটনাস্থলেই নায়েব আলীর মৃত্যু হয়। বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ইজিবাইক ও রোড রোলার জব্দ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় নতুন নির্দেশিকা, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও স্বস্তি

বিএনপির ক্লাবঘরে হামলা: জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর

এলাকার খবর
Loading...