Ajker Patrika

রাজশাহীতে শহীদ দুলাল দিবস পালন

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৫
Thumbnail image

স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজশাহী কলেজ ছাত্র সংসদের তৎকালীন সাংস্কৃতিক সম্পাদক শহীদ রফিকুল ইসলাম দুলালের ৩০তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে রাজশাহী কলেজে শহীদ দুলালের সমাধিতে মহানগর আওয়ামী লীগ, মহানগর ছাত্রলীগ ও রাজশাহীর সাবেক ছাত্রলীগ ফোরামের পক্ষ থেকে পুষ্পস্তবক দেওয়া হয়। পরে দুলালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম প্রমুখ উপস্থিত ছিলেন।

১৯৯০ সালের ৫ ডিসেম্বর এরশাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে তৎকালীন মন্ত্রী নুরুন নবী চাঁদের বাড়ির সামনে দিয়ে সর্বদলীয় ছাত্র ঐক্যের মিছিল যাচ্ছিল। এ সময় মিছিলে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলে শহীদ হন রাজশাহী কলেজ ছাত্র সংসদের তৎকালীন সাংস্কৃতিক সম্পাদক এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের তৎকালীন সহসভাপতি রফিকুল ইসলাম দুলাল। দিনটিকে ‘শহীদ দুলাল দিবস’ হিসেবে রাজশাহীতে প্রতিবছর পালন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত