Ajker Patrika

‘প্রতিবন্ধী ব্যক্তিদের আলাদা নামাজ ঘর থাকছে মডেল মসজিদে’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
‘প্রতিবন্ধী ব্যক্তিদের আলাদা নামাজ ঘর থাকছে মডেল মসজিদে’

চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সবকটি উপজেলায় নির্মাণ হচ্ছে মডেল মসজিদ। প্রতিটি মসজিদেই প্রতিবন্ধী ব্যক্তিদের সহজে নামাজ আদায়ে নিচতলায় আলাদাভাবে নামাজঘর নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া সরকারি হাসপাতাল ও ভবনগুলোতে তাঁদের যাতায়াতের সুবিধার্থে আলাদা সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধীসেবা ও সাহায্যকেন্দ্রের আয়োজনে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল শনিবার আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে মো. মহসীন এসব কথা বলেন। পরে ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেন, প্রতিবন্ধীরা সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরে সেবা নিতে গিয়ে হয়রানির স্বীকার যেন না হন এবং সবার আগে সেবা নিতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হবে।

জেলা প্রশাসক আরও বলেন, জেলা প্রশাসনের প্রতিটি দপ্তরে তাঁদের এক মিনিটও দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। যাওয়া মাত্রই তাঁদের সেবা দেওয়া হবে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত