Ajker Patrika

নতুন ওয়েব সিনেমায় নিপুণ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৯: ৫০
নতুন ওয়েব সিনেমায় নিপুণ

নতুন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন নিপুণ আক্তার। দিন দিন ব্যস্ত হয়ে উঠছেন শুটিংয়ে। ওদিকে শক্ত হাতে সামলাচ্ছেন শিল্পী সমিতির দায়িত্ব। সব মিলিয়ে নিপুণের সময়টা এখন বেশ কাটছে। সম্প্রতি নিপুণ শুরু করলেন নতুন একটি ওয়েব সিনেমার কাজ। নাম ‘অপলাপ’। এতে তাঁর সঙ্গে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ ও জিয়াউল রোশান। সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ আলী মুন্না।

গল্পে সাইকিয়াট্রিস্ট অর্ক রহমানকে গ্রেপ্তার করা হয় স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসাবাদে খুনের দায়ও স্বীকার করে অর্ক। কিন্তু অর্কর মামার দাবি, কোনো এক চাপে পড়ে বাধ্য হয়ে খুনের অপবাদ নিজের কাঁধে নিচ্ছে সে। অর্ককে বাঁচাতে এগিয়ে আসে তার বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসান। সে নির্দোষ প্রমাণ করে অর্ককে। কিন্তু পরে সাইফ বুঝতে পারে, পুরো বিষয়টাই ছিল অর্ক ও তার সহকারী বর্ষার পরিকল্পনা। ততক্ষণে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে অর্ক রহমান।

নির্মাতা মোহাম্মদ আলী মুন্না বলেন, ‘এটি মূলত ফ্যামিলি ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন পোকা নষ্ট করে দেয়, তেমনি ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে ফেলে সন্দেহ। হারিয়ে ফেলার আগেই নিজেদের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে হয়। এ নিয়েই সিনেমার গল্প।’

নাজিম উদ দৌলার রচনায় ‘অপলাপ’ মূলত ফ্যামি-ক্রাইম ধাঁচের গল্প। এতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়ন্তী উর্বীকে। সিনেমাটি নির্মিত হচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’র জন্য।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে নিপুণ অভিনীত ‘ভাগ্য’ সিনেমার ট্রেলার। এতে তাঁর বিপরীতে রয়েছেন মুন্না। মাহবুবুর রহমান পরিচালিত এই সিনেমায় নিপুণকে দেখা যাবে ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে। চাচার নির্দেশে নানা ধরনের প্রতারণামূলক কাজ করে সে। কখনো প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনো চোরাকারবারিদের সাহায্য করা। একটা সময় হাঁপিয়ে উঠে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিনেমাটি আগামী বছর হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া আরও বেশ কিছু সিনেমার কাজে শিডিউল দিয়েছেন নিপুণ, তবে এখনই ওসব নিয়ে কথা বলতে চান না। শুটিং শুরুর পর বিস্তারিত জানাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...