Ajker Patrika

বানসালির সিনেমায় রাজপুত যোদ্ধা রামচরণ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ৪৪
বানসালির সিনেমায় রাজপুত যোদ্ধা রামচরণ

রণবীর কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল—এরপর কে? এ প্রশ্ন তখন থেকেই ঘুরছিল, যখন শোনা গিয়েছিল সঞ্জয় লীলা বানসালি একটি প্যান ইন্ডিয়ান সিনেমা তৈরি করছেন। বলিউডের এ তারকাদের থাকার কথা সে সিনেমায়। বানসালির অন্যান্য সিনেমার মতোই এটির থিম—ভালোবাসা ও সংঘাত। সিয়াসাত ডেইলি জানিয়েছে, এ সিনেমায় রাজপুত যোদ্ধার ভূমিকায় দেখা যাবে রামচরণকে।

বেশ কয়েক বছর ধরেই দক্ষিণি ইন্ডাস্ট্রির চাপে বলিউড। দর্শকদের হলে টানতে নানা ফন্দি আঁটছেন বলিউডের নির্মাতারা। গত বছর যেমন দক্ষিণি পরিচালক অ্য়াটলি ও অভিনেতা বিজয় সেতুপতিকে সঙ্গে নিয়ে ব্লকবাস্টার ‘জওয়ান’ উপহার দিয়েছেন শাহরুখ। সে পথেই হাঁটতে চলেছেন সঞ্জয় লীলা বানসালি। প্রথমবারের মতো রামচরণকে নিয়ে কাজ করতে চলেছেন তিনি।

যদিও ‘আরআরআর’-এর সাফল্যের পর আরও সতর্ক হয়েছেন রামচরণ। অনেক সিনেমার প্রস্তাব পাচ্ছেন, কিন্তু বাছাই করছেন খুব কম। এখন তিনি ব্যস্ত আছেন শঙ্করের পরিচালনায় রাজনৈতিক গল্পের সিনেমা ‘গেম চেঞ্জার’-এর শুটিং নিয়ে। এরপর শুরু করবেন পরিচালক বুচি বাবু সানার নতুন সিনেমার শুটিং। শোনা যাচ্ছে, এতে তাঁর সঙ্গে বলিউডের জাহ্নবী কাপুরের থাকার কথা। ফলে রামচরণের হাতে সময়ও খুব কম। এই ব্যস্ত শিডিউলের মধ্যেও ইদানীং মাঝেমধ্যে মুম্বাই যাচ্ছেন অভিনেতা। ইন্ডাস্ট্রির অন্দরে খবর ছড়িয়েছে, বানসালির সঙ্গে একাধিকবার গল্প ও চরিত্র নিয়ে বসেছেন রামচরণ।

আমিশ ত্রিপাঠীর ‘দ্য লিজেন্ড অব সুহেলদেব’ বই অবলম্বনে লেখা হয়েছে বানসালির নতুন সিনেমার চিত্রনাট্য। গল্পে দেখা যাবে, একাদশ শতকে ভারতের সমৃদ্ধ নগরী শ্রাবস্তীর শাসক ছিলেন সুহেলদেব। এই রাজপুত যোদ্ধা ১০৩৪ সালে বাহরাইচের যুদ্ধে গজনবী সৈন্যদের হারিয়ে দিয়েছিলেন। এই জয় তাঁকে ভারতের অন্যতম সেরা শাসক করে তোলে। বানসালির সিনেমায় সুহেলদেবের চরিত্রে দেখা যাবে রামচরণকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত