Ajker Patrika

বাসচাপায় দুই যাত্রী নিহত আহত ২

ঘাটাইল প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৫: ৩৭
বাসচাপায় দুই যাত্রী নিহত আহত ২

ঘাটাইলে বাসচাপায় অটো ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুই যাত্রী। গত রোববার রাত ১২টার দিকে উপজেলার পাকুটিয়া বটতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার ও নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাস টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার পাকুটিয়া বটতলীতে যাত্রীবাহী ব্যাটারি চালিত অটো ভ্যানকে চাপা দেয়। এতে অটো ভ্যানের চার যাত্রী গুরুতর আহত হয়। এদের মধ্যে দুজন মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

নিহতরা হলেন রক্তিপাড়া নয়াবাড়ি গ্রামের সাইদুর রহমান (৪৫) এবং গাংগাইর পূর্বপাড়া গ্রামের নাছিমা বেগম (৪৫)। আহত দুজন হলেন গাংগাইর বেকারকোনা গ্রামের ভ্যানচালক আব্দুল মালেক (৩০) এবং গাংগাইর পশ্চিমপাড়া গ্রামের মো. রুবেল মিয়া (৩৫)।

গুরুতর আহত মালেক মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও রুবেল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত