Ajker Patrika

সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদের নতুন জামা

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৫: ০২
সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদের নতুন জামা

মৌলভীবাজারে সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুরা পেল ঈদের নতুন জামা। শিশুদের মধ্যে ঈদবস্ত্র এবং ইফতারসামগ্রী বিতরণ করা হয় দুটি সংগঠনের পক্ষ থেকে।

গতকাল মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কার্যালয়ের রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থা ও এন সি টি এফ মৌলভীবাজার এসব বিতরণের উদ্যোগ নেয়।

শহরের ওয়াপদা গেট এলাকার ১০ বছরের নাছিফা বলে, ‘জামা পেয়ে ভালো লাগছে, এবার ঈদ সবার সঙ্গে আনন্দে কাটবে।’

শহরের কাজিরগাঁও এলাকার সৌরভ বলে, ‘বাবার এখন পেন্ট কিনে দিলেই চলবে। এখানে একটি শার্ট পেয়েছি। এখানে শার্ট পেয়ে ভালো লাগছে।’

বিতরণ অনুষ্ঠানে রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থা ও এন সি টি এফ নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসিম উদদীন মাসুদ, নুরজাহান, সুয়ারা, মাধুরী মজুমদার প্রমুখ।

আয়োজক শ্যামলী পুরকায়স্থ বলেন, ‘সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুরা যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্য আমাদের এ আয়োজন।’

ইউএনও সাবরিনা রহমান বলেন, ‘আয়োজকেরা এই শিশুদের বেছে নিয়ে ঈদ উপহার দিয়েছেন। এ জন্য তাঁদের ধন্যবাদ জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত