খান রফিক, বরিশাল
জোট বেঁধে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাঠে সরব ছিল বিএনপি ও জামায়াত। কিন্তু ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই সম্পর্কে পরিবর্তন দেখা যাচ্ছে। দল দুটির নেতাদের বক্তব্যে বিভক্তির আভাস পাওয়া যাচ্ছে। বরিশালে কথার লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বিএনপি-জামায়াতের রাজনীতির ময়দান। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি নানা অনুষ্ঠানে এক দলের নেতা-কর্মীরা অন্য দলকে লক্ষ্য করে তির্যক মন্তব্য করছেন।
সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জিয়াউল সাবু সম্প্রতি ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘কার কার মনে আছে ১৯৯৬ সালের ভোটের কথা! কারা যেন আম পার্টির তালে পড়ে একা ভোট করে তিনটি আসন পাইছিল।’ তিনি মূলত ১৯৯৬ সালের নির্বাচনের ইঙ্গিত করেন। তখন জামায়াত এককভাবে নির্বাচন করে তিনটি আসন পেয়েছিল।
ওই পোস্টে শাহরিয়ার আবেদীন রাসেল নামের একজন বলেন, জামায়াত এবার বেশি হলে ২০টি আসন পাবে। জবাবে মেহেদি হাসান নামের একজন মত দেন, বিএনপি যে পরিমাণ লুটপাট শুরু করেছে, তাতে জামায়াত ২২০টি আসন পেলেও অবাক হওয়ার কিছু নেই। এর পাল্টা হিসেবে সাবু লেখেন, ‘এত দিন আওয়ামী লীগের পক্ষে কথা বলা লোকগুলো হঠাৎ জামায়াতকে ভালোবাসছে।’
মেহেদী উত্তরে বলেছেন, ‘জামায়াতের আমির দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেভাবে দৌড়াচ্ছেন, দেশের এমন ক্রান্তিলগ্নে যে ভূমিকায় দেখা যাচ্ছে, অন্য কোনো দলের নেতাকে দেখা যাচ্ছে না। আপনার দলের নেতার কথা কিছু বলার নেই।’
এ প্রসঙ্গে কথা হলে সাবু আজকের পত্রিকাকে বলেন, ‘জামায়াতের লোকেরা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান। তাঁরা বলছেন, দখল-বাণিজ্য করছে বিএনপি। কিন্তু কোথায় দখল? তাদের কথাবার্তার কারণে বিএনপির সঙ্গে দূরত্ব সৃষ্টি হচ্ছে। জামায়াত আকারে-ইঙ্গিতে বলে বেড়ায়, তারা একাই বিএনপিকে বাদ দিয়ে দেশ চালাবে।’
এ নিয়ে কথা হলে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বলেন, ‘জামায়াত যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে ছিল। জামায়াতকে নিয়ে বিএনপি নেতার করা মন্তব্য সাংগঠনিক বিধিবহির্ভূত।’
এদিকে জামায়াত সাম্প্রতিক সময়ে নগরীতে মসজিদে আলোচনা সভা করছে। তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি সমর্থকেরা নানাভাবে কটাক্ষ করে আসছেন। জামায়াত মসজিদে রাজনীতি করছে কি না, এমন প্রশ্ন করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
বরিশাল নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, ‘জামায়াতের এখনকার কর্মকাণ্ড ও কথাবার্তা সঠিক নয়। তারা একক রাজনীতি এবং আধিপত্য সৃষ্টি করতে চায়। বিএনপি ছাড়া ভোটে গেলে সামনেও একই অবস্থা হতে পারে জামায়াতের।’ আফরোজা জানান, জামায়াত স্থানীয়ভাবে তাদের কোনো কর্মসূচিতে আসে না। তাঁরাও যান না। জামায়াতের আমির নিজেই বলেছেন, তাঁরা আর বিএনপির সঙ্গে নেই।
অন্যদিকে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান বলেন, ‘সাধারণ মানুষ চাচ্ছে রাষ্ট্র সংস্কার। বিএনপি চাচ্ছে ক্ষমতা। আমরা সাধারণ মানুষের পক্ষে থেকে সংস্কার চাচ্ছি। মানুষ বিএনপির লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় দলটির নেতারা এখন উল্টাপাল্টা বকছেন। বিএনপির সঙ্গে আর কোনো দিন জোট হবে না।’
যোগাযোগ করা হলে মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা কথার ঝড় তোলেন, তাঁরা তো দলের দায়িত্বশীল নন। বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। একটা সময় কর্মসূচিতে যাওয়া-আসা ছিল। দিন যায়, সময় পরিবর্তন হয়। এখন তাদের কর্মসূচিতে যদি না ডাকে, তাহলে কী করার আছে। তা ছাড়া নিজেরাই তো বক্তব্য দিতে দিতে স্পেস পায় না। হয়তো কেন্দ্রীয় নির্দেশনা নেই, তাই আমাদের কর্মসূচিতে ডাকা হয় না।’
জোট বেঁধে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মাঠে সরব ছিল বিএনপি ও জামায়াত। কিন্তু ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই সম্পর্কে পরিবর্তন দেখা যাচ্ছে। দল দুটির নেতাদের বক্তব্যে বিভক্তির আভাস পাওয়া যাচ্ছে। বরিশালে কথার লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বিএনপি-জামায়াতের রাজনীতির ময়দান। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি নানা অনুষ্ঠানে এক দলের নেতা-কর্মীরা অন্য দলকে লক্ষ্য করে তির্যক মন্তব্য করছেন।
সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জিয়াউল সাবু সম্প্রতি ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘কার কার মনে আছে ১৯৯৬ সালের ভোটের কথা! কারা যেন আম পার্টির তালে পড়ে একা ভোট করে তিনটি আসন পাইছিল।’ তিনি মূলত ১৯৯৬ সালের নির্বাচনের ইঙ্গিত করেন। তখন জামায়াত এককভাবে নির্বাচন করে তিনটি আসন পেয়েছিল।
ওই পোস্টে শাহরিয়ার আবেদীন রাসেল নামের একজন বলেন, জামায়াত এবার বেশি হলে ২০টি আসন পাবে। জবাবে মেহেদি হাসান নামের একজন মত দেন, বিএনপি যে পরিমাণ লুটপাট শুরু করেছে, তাতে জামায়াত ২২০টি আসন পেলেও অবাক হওয়ার কিছু নেই। এর পাল্টা হিসেবে সাবু লেখেন, ‘এত দিন আওয়ামী লীগের পক্ষে কথা বলা লোকগুলো হঠাৎ জামায়াতকে ভালোবাসছে।’
মেহেদী উত্তরে বলেছেন, ‘জামায়াতের আমির দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেভাবে দৌড়াচ্ছেন, দেশের এমন ক্রান্তিলগ্নে যে ভূমিকায় দেখা যাচ্ছে, অন্য কোনো দলের নেতাকে দেখা যাচ্ছে না। আপনার দলের নেতার কথা কিছু বলার নেই।’
এ প্রসঙ্গে কথা হলে সাবু আজকের পত্রিকাকে বলেন, ‘জামায়াতের লোকেরা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান। তাঁরা বলছেন, দখল-বাণিজ্য করছে বিএনপি। কিন্তু কোথায় দখল? তাদের কথাবার্তার কারণে বিএনপির সঙ্গে দূরত্ব সৃষ্টি হচ্ছে। জামায়াত আকারে-ইঙ্গিতে বলে বেড়ায়, তারা একাই বিএনপিকে বাদ দিয়ে দেশ চালাবে।’
এ নিয়ে কথা হলে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বলেন, ‘জামায়াত যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে ছিল। জামায়াতকে নিয়ে বিএনপি নেতার করা মন্তব্য সাংগঠনিক বিধিবহির্ভূত।’
এদিকে জামায়াত সাম্প্রতিক সময়ে নগরীতে মসজিদে আলোচনা সভা করছে। তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি সমর্থকেরা নানাভাবে কটাক্ষ করে আসছেন। জামায়াত মসজিদে রাজনীতি করছে কি না, এমন প্রশ্ন করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
বরিশাল নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, ‘জামায়াতের এখনকার কর্মকাণ্ড ও কথাবার্তা সঠিক নয়। তারা একক রাজনীতি এবং আধিপত্য সৃষ্টি করতে চায়। বিএনপি ছাড়া ভোটে গেলে সামনেও একই অবস্থা হতে পারে জামায়াতের।’ আফরোজা জানান, জামায়াত স্থানীয়ভাবে তাদের কোনো কর্মসূচিতে আসে না। তাঁরাও যান না। জামায়াতের আমির নিজেই বলেছেন, তাঁরা আর বিএনপির সঙ্গে নেই।
অন্যদিকে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান বলেন, ‘সাধারণ মানুষ চাচ্ছে রাষ্ট্র সংস্কার। বিএনপি চাচ্ছে ক্ষমতা। আমরা সাধারণ মানুষের পক্ষে থেকে সংস্কার চাচ্ছি। মানুষ বিএনপির লুটপাটের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় দলটির নেতারা এখন উল্টাপাল্টা বকছেন। বিএনপির সঙ্গে আর কোনো দিন জোট হবে না।’
যোগাযোগ করা হলে মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা কথার ঝড় তোলেন, তাঁরা তো দলের দায়িত্বশীল নন। বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। একটা সময় কর্মসূচিতে যাওয়া-আসা ছিল। দিন যায়, সময় পরিবর্তন হয়। এখন তাদের কর্মসূচিতে যদি না ডাকে, তাহলে কী করার আছে। তা ছাড়া নিজেরাই তো বক্তব্য দিতে দিতে স্পেস পায় না। হয়তো কেন্দ্রীয় নির্দেশনা নেই, তাই আমাদের কর্মসূচিতে ডাকা হয় না।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪