Ajker Patrika

নৌকার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৬: ৪১
Thumbnail image

নাটোরের বাগাতিপাড়ায় গত রোববার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে উপজেলার পাঁকা ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় (নৌকার) প্রার্থী মেহেদী হাসান দোলনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁর প্রাপ্ত ভোট ১ হাজার ২৮১টি।

উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, ওই ইউপিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (মোটরসাইকেল) প্রার্থী নয়েজ মাহমুদ। তিনি পেয়েছেন ৫ হাজার ৬৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিকবর হোসেন (ঘোড়া) পেয়েছেন ৪ হাজার ১৯ ভোট।

তৃতীয় অবস্থানে আছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেন (আনারস)। তিনি পেয়েছেন ৩ হাজার ৯৬৬ ভোট। চতুর্থ হয়েছেন আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন (চশমা)। তিনি পেয়েছেন ২ হাজার ৩৬৭ ভোট। এ ইউপিতে মোট ১৭ হাজার ২৬৩ ভোট পড়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, মোট পড়া ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে যেকোনো প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসেবে পাঁকা ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী (নৌকার) মেহেদী হাসান দোলনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত