Ajker Patrika

ফের চালু হচ্ছে কাতারের মিউজিয়াম অব ইসলামিক আর্ট

ইজাজুল হক, ঢাকা
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২১: ১০
Thumbnail image

ব্যাপক সংস্কারের পর আগামী ৫ অক্টোবর ফের চালু হচ্ছে কাতারের রাজধানী দোহায় অবস্থিত বিখ্যাত মিউজিয়াম অব ইসলামিক আর্ট। ২০০৮ সালে বিখ্যাত চীনা-আমেরিকান স্থপতি আই এম পেইয়ের নশকায় নির্মিত নান্দনিক স্থাপত্যের এই জাদুঘর সংস্কারের জন্য ২০২১ সালের এপ্রিল থেকে বন্ধ রয়েছে। চলতি বছরের নভেম্বরে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পর্যটকদের জন্য তা খুলে দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে আরব নিউজ। 
মিউজিয়াম কর্তৃপক্ষ বলছে, নতুন সংস্করণে জাদুঘরের স্থায়ী সংগ্রহগুলোর পুনর্বিন্যাস করা হয়েছে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক থিম, সময়কাল ও ভূ-অবস্থানের ভিত্তিতে সব সংগ্রহ নতুন করে সাজানো হয়েছে এবং ইসলামের ইতিহাসের সমৃদ্ধ কারুশিল্পের প্রতি বিশেষভাবে আলো ফেলা হয়েছে। ১ হাজারের বেশি নতুন সংগ্রহ যুক্ত করা হয়েছে—যা দর্শনার্থীদের চমকে দেবে।

জাদুঘরের পরিচালক জুলিয়া গোনেল্লা জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার ইসলামের ইতিহাস নিয়ে একটি নতুন বিভাগও যুক্ত হচ্ছে। এই অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও বাণিজ্যের সঙ্গে আরব ও বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক অনুসন্ধান করা হয়েছে।

ছবি: সংগৃহীতআগামী অক্টোবরে জাদুঘর চালু হওয়ার পরপরই ৫ মাসব্যাপী অস্থায়ী প্রদর্শনী ‘বাগদাদ: আই’স ডিলাইট’ উদ্বোধন করা হবে, যা মুসলিম ইতিহাসের সমৃদ্ধতম শহর বাগদাদের সঙ্গে দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেবে। অষ্টম শতকের আব্বাসি খেলাফতের রাজধানী থেকে আজকের বাগদাদের শিল্প, সংস্কৃতি ও বাণিজ্যের দীর্ঘ ইতিহাস তাতে উঠে আসবে। জুলিয়া গোনেল্লা জানান, আব্বাসি আমলের গৌরবময় অতীতকেই কেবল এখানে তুলে ধরা হয়নি; বরং যুদ্ধ, ধ্বংস ও পতনের দীর্ঘ ইতিহাস পেরিয়ে কীভাবে ২০ শতকে ফের নগরায়ণ, স্থাপত্য, শিল্প, সংস্কৃতি ও বাণিজ্যে বাগদাদ নিজেকে সমৃদ্ধ করেছে—তাতে আলো ফেলা হয়েছে। প্রদর্শনীতে আব্বাসি আমলের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র, কোরআনের পাণ্ডুলিপি ও বিভিন্ন বিজ্ঞানগ্রন্থ রয়েছে। এ ছাড়া একালের সেরা শিল্পীদের শিল্পকর্মগুলো স্থান পেয়েছে।

জাদুঘরের নতুন আরেক আকর্ষণ হলো—১৯ শতকে পুনরুদ্ধার করা কাঠের তৈরি দামেস্ক কক্ষের বিস্তৃত-নান্দনিক অভ্যন্তরীণ সজ্জা। এটি উমাইয়া আমলের ইতিহাসের পাশাপাশি সেকালের আরবদের আতিথেয়তা, চা-কফিসহ অনেক বিষয়ের বিস্তারিত বিবরণ জানতে সাহায্য করে, যা ইসলামি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

কাতার সরকারের বছরব্যাপী উন্নয়ন কার্যক্রম ‘কাতার ক্রিয়েটস’-এর অংশ হিসেবে মিউজিয়াম অব ইসলামিক আর্ট সংস্কার করা হয়। এর মাধ্যমে কাতারের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরা হবে। 

সূত্র: আরব নিউজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত