Ajker Patrika

শাকিব খানের প্রতিষ্ঠানের সঙ্গে তুষি

শাকিব খানের প্রতিষ্ঠানের সঙ্গে তুষি

হাওয়া সিনেমায় গুলতি চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন নাজিফা তুষি। এরপর চলচ্চিত্রে এই নায়িকার উজ্জ্বল সম্ভাবনা দেখছিলেন অনেকেই। তবে হাওয়া মুক্তির পর থেকে অনেকটা আড়ালে তুষি। সেই নীরবতা কিঞ্চিৎ ভাঙলেন এই নায়িকা।

সম্প্রতি শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারলানের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন তিনি। রিমার্ক এলএলসি, ইউএসএর অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবির কালার কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড লিলির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হাওয়া সিনেমার নায়িকা।  

ঢাকার গুলশানে রিমার্ক এইচবির করপোরেট অফিসে তুষির সঙ্গে চুক্তি করেন লিলির হেড অব বিজনেস হাসান ফারুক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে রিমার্কের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন নায়ক শাকিব খান, ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা পরীমণি, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, সাবিলা নূর ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন।    

নাজিফা তুষি বলেন, ‘লিলির মতো একটি ভার্সেটাইল ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। এখন থেকে লিলির বিভিন্ন বিজ্ঞাপন ও অন্যান্য প্রমোশনাল কার্যক্রমে আমাকে দেখতে পাবেন ভক্তরা।’

জানা গেছে, তুষি এখন একাধিক সিনেমা ও ওয়েব কনটেন্টের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধ থাকায় কাজগুলো নিয়ে এখনই কথা বলতে পারছেন না তিনি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন কাজের ঘোষণা আসবে বলে জানান তুষি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

হলের নাম পরিবর্তনের প্রতিবাদ করায় বাকৃবির ১৫ ছাত্রীকে বহিষ্কার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত