Ajker Patrika

মামলা থেকে অব্যাহতি পেলেন শাবির প্রাক্তন ৫ শিক্ষার্থী

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৪: ৫৮
Thumbnail image

উপাচার্যবিরোধী আন্দোলনে অর্থ দিয়ে সহায়তা করার অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন পাঁচ শিক্ষার্থী। প্রায় আট মাস পর ওই পাঁচ শিক্ষার্থীকে অব্যাহতি দিয়েছেন আদালত। তাঁদের বিরুদ্ধে মামলা করেন সিলেট জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক মো. লায়েক আহমদ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার এসআই আবু খালেদ মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল সিলেট মহানগর আদালত-২-এ সুমন ভূঁইয়ার আদালতে শাবির উপাচার্যবিরোধী আন্দোলনে প্রাক্তন পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত আসামিদের এ মামলা থেকে অব্যাহতি দেন।

অব্যাহতিপ্রাপ্ত সাবেক শিক্ষার্থীরা হলেন সিএসই বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ফয়সাল আহমেদ, ২০১২-১৩ সেশনের হাবিবুর রহমান, ২০০৬-০৭ সেশনের এ এফ এম নাজমুস সাকিব, আর্কিটেকচার বিভাগের ২০০৯-১০ সেশনের রেজা নূর মঈন, পদার্থবিজ্ঞানের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী এ কে এম মারুফ হোসেন।

শাবিপ্রবিতে উপাচার্যবিরোধী আন্দোলনে অর্থ জোগানসহ আন্দোলনে সহযোগিতা করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ওই পাঁচ শিক্ষার্থীকে আসামি করে গত ২৫ জানুয়ারি জালালাবাদ থানায় মামলা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত