Ajker Patrika

কন্যাশিশুদের সুরক্ষা বিষয়ে জোর দেওয়ার আহ্বান

কন্যাশিশুদের সুরক্ষা বিষয়ে জোর দেওয়ার আহ্বান

আলোচনা সভা, শোভাযাত্রার মধ্য দিয়ে উত্তরাঞ্চলের জেলাগুলোতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’। প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহী: জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজশাহীতে আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর রাজশাহী মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র এই সভার আয়োজন করে।

সভায় বাল্যবিবাহ প্রতিরোধের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে। এটি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় সভাপতিত্ব করেন মহিলাবিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক শবনম শিরিন।

সারিয়াকান্দি (বগুড়া) : উপজেলা পরিষদ হলরুমে মহিলাবিষয়ক কর্মকর্তার আয়োজনে দিবসটি পালিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম।

সিরাজগঞ্জ: জেলা প্রশাসন এবং বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশের যৌথ আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলনকক্ষে গুড নেইবারসের ম্যানেজার মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারুক আহম্মদ।

সভায় বাল্যবিবাহ রোধ এবং কন্যাশিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ে এবং তাদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য জোর দেওয়া আহ্বান জানানো হয়।

নওগাঁ: বাংলাদেশ শিশু একাডেমি নওগাঁ জেলা শাখা উদ্যোগে আলোচনা সভা এবং কন্যাশিশুদের বৌচি খেলার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম। বক্তব্য দেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের তিস্তা প্রকল্পে ভারত কেন বেজার

রাশিয়ার ১৬২ বিলিয়ন ডলার ইউক্রেনকে অস্ত্র কিনতে ঋণ দেওয়ার সিদ্ধান্তে বিভক্ত ইউরোপ

মব সৃষ্টি করে নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে

পুতিন যুদ্ধ বন্ধে ‘অস্বীকৃতি জানানোয়’ রাশিয়ার ওপর ট্রাম্পের ‘প্রথম’ নিষেধাজ্ঞা

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

এলাকার খবর
Loading...